বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে দেশের রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। এমতাবস্থায়, আপনারও যদি কোনো সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে এই নিয়মটি না মানলে আপনি আগামী ৩১ অগাস্টের পর আর লেনদেন করতে পারবেন না। এদিকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) ইতিমধ্যেই তার গ্রাহকদের নোটিশ জারি করে এই বিষয়ে জানিয়েছে। উল্লেখ্য যে, সারা দেশে কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে PNB-তে। ইতিমধ্যেই ব্যাঙ্ক জানিয়েছে, যেসমস্ত গ্রাহকরা এখনও পর্যন্ত KYC ডিটেলস আপডেট করেননি ব্যাঙ্কের পক্ষ থেকে তাঁদের সবাইকে নোটিশ পাঠানো হচ্ছে।
শেষ তারিখ ৩১ অগাস্ট: পাশাপাশি, ব্যাঙ্ক জানিয়েছে যে এর জন্য সময়সীমাও ঘোষণা করা হয়েছে। আপনাকে এই কাজটি ৩১ অগাস্ট, ২০২৩-এর মধ্যে সম্পন্ন করতে হবে। যেসমস্ত গ্রাহকেরা নির্ধারিত তারিখের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করবেন না তাঁরা ব্যাঙ্কিং লেনদেনে সমস্যার সম্মুখীন হতে পারেন।
নোটিশ জারি করা হয়েছে ২ অগাস্ট: এদিকে, গত ২ অগাস্ট এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য জানিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বলেছে, যেসমস্ত গ্রাহক এখনও KYC ডিটেলস আপডেট করেননি তাঁদের রেজিস্টার্ড ঠিকানায় ব্যাঙ্কের পক্ষ থেকে নোটিশ পাঠানো হচ্ছে। এর পাশাপাশি তাঁদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি মেসেজও পাঠানো হচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যাঙ্ক তাদের গ্রাহকদের RBI-র নিয়ম অনুসারে আগামী ৩১ অগাস্ট ২০২৩-এর আগে তাঁদের KYC ডিটেলস আপডেট করার জন্য অনুরোধ জানিয়েছে।
RBI দিয়েছে এই নির্দেশ: জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশ অনুসারে, সমস্ত গ্রাহকদের KYC ডিটেলস আপডেট করা প্রয়োজন। এমতাবস্থায়, আপনি যদি আগামী ৩১ অগাস্ট পর্যন্ত আপনার KYC আপডেট না করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করতে পারেন। এছাড়াও, ব্যাঙ্কের ওয়েবসাইটের মাধ্যমেও KYC আপডেট করা যেতে পারে।
কি কি কাগজপত্র লাগবে: KYC আপডেট করার জন্য গ্রাহকদের পরিচয়পত্র, অ্যাড্রেস প্রুফ, পাসপোর্ট আকারের ছবি, প্যান কার্ড, ইনকাম সার্টিফিকেট এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরের প্রয়োজন হবে। এছাড়া, যদি এই বিবরণগুলিতে কোনো পরিবর্তন না হয় সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে সেলফ-ডিক্লেরেশন দিতে হবে।
এইভাবে চেক করুন KYC স্ট্যাটাস:
১. এর জন্য প্রথমে আপনাকে ক্রেডেনশিয়াল সহ অনলাইন PNB ওয়েবসাইটে লগইন করতে হবে।
২. তারপরে “Individual Settings”-এ গিয়ে KYC Status-এ ক্লিক করতে হবে।
৩. এবার আপনার KYC আপডেট করার প্রয়োজন হলে, সেটি স্ক্রিনে প্রদর্শিত হবে।