বাংলাহান্ট ডেস্ক : গোটা দেশে যত ব্যাঙ্ক আছে তারা প্রত্যেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইডলাইন অনুযায়ী কার্যক্রম চালায়। প্রত্যেকটি ব্যাঙ্ক আরবিআইয়ের নির্দেশ মেনে চলতে বাধ্য। এরপর যদি কোনও ব্যাঙ্ক আরবিআই এর নির্দেশ না মানে তাহলে সেই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। নিয়ম অমান্য করলে ব্যাঙ্কের লাইসেন্স বাতিলও করতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই। এছাড়াও আরবিআই নিষেধাজ্ঞা জারি করতে পারে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাজকর্মে।
ব্যাঙ্কিং ক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য অনুমতি নিতে হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের। সরকারি কিংবা বেসরকারি, যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই আরবিআই প্রধান নীতি নির্ধারক। গাইডলাইন না মানার জন্য সম্প্রতি আরও একটি সরকারি ব্যাঙ্কে তালা ঝোলাবার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বাতিল করল মধ্যপ্রদেশের (Madhyapradesh) গুনায় গ্রহ সহকারী ব্যাঙ্কের লাইসেন্স।
লাইসেন্স বাতিল করে রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ব্যাঙ্কের মূলধন বা উপার্জনের সম্ভাবনা নেই। সেই বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, “ব্যাঙ্কটির যা বর্তমান আর্থিক অবস্থা তাতে এটি আমানতকারীদের পুরো টাকা ফেরত দিতে পারবে না। যদি ব্যাঙ্কটিকে তার ব্যাঙ্কিং ব্যবসা চালিয়ে যেতে দেওয়া হয় তবে জনস্বার্থের উপর বিরূপ প্রভাব পড়বে।”
আমরা দেখেছি বিগত কয়েক মাসে আরবিআই বিভিন্ন সমবায় ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করেছে। ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার ফলে সম্ভব হবে না লেনদেন বা অন্যান্য কার্যক্রম। ক্রমাগত ব্যাঙ্কের আর্থিক অবস্থা খারাপ হওয়ার জন্য আরবিআই এই পদক্ষেপ গ্রহণ করেছে। যদিও গ্রাহকদের এতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডাররা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পাবেন।