বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী সোনাকে (Gold) অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না।
ফের একবার বাজারে গোল্ড বন্ড ছাড়ল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া RBI)। এই গোল্ড বন্ড সোনা না কিনেও সোনায় লগ্নির সুযোগ দেয় । একই সাথে বাড়িতে সোনা রাখার ঝুঁকি কমার সাথে সাথে সুদ ও বাড়তি মুনাফাও পাওয়া যায়। জানা যাচ্ছে আগামী ৬ মার্চ পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক, নির্দিষ্ট কিছু পোস্ট অফিসে থেকে বন্ড কেনা যাবে ।
প্রতি গ্রাম ৪,২৬০ টাকা দরে আট বছরের মেয়াদে বন্ড বিক্রি হচ্ছে। গোল্ড বন্ড ছাড়ার পাশাপাশি বাড়তি ছাড়েরও ঘোষণা করেছে আরবিআই। জানা যাচ্ছে বছরে ২.৫ শতাংশ হারে সুদ মিলবে, যা প্রতি ছয় মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফর হয়ে যাবে। ডিজিটাল পেমেন্ট করলে গ্রামপিছু ৫০ টাকা ছাড় পাবেন ক্রেতারা।
সাধারণত কমপক্ষে এক গ্রাম সোনার বন্ড কিনতে হয়। ব্যক্তিগত ক্রেতাদের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা চার কেজি। ট্রাস্ট বা সমজাতীয় কোনও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সীমা ২০ কেজি।মেয়াদ শেষে সোনার (৯৯৯ বিশুদ্ধতার সোনার দাম) যে দর থাকবে, সেই অনুযায়ী টাকা পাওয়া যাবে। ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন দৈনিক যে সোনার দর দেয়, এক্ষেত্রে মেয়াদ শেষের তিনটি কাজের দিনে হলুদ ধাতুর যে দর থাকবে, তার গড় করে টাকা দেওয়া হবে।