RBI’র গর্ভনরের মাসের স্যালারি কত জানেন? আর কী পান তিনি? শীর্ষ ব্যাঙ্কের উত্তরে আকাশ থেকে পড়বেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : ৬ বছর রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নরের (Governor) দায়িত্ব পালনের পর অবসর নিলেন শক্তিকান্ত দাস। কেন্দ্রীয় সরকার (Central Government) রাজস্ব সচিব সঞ্জয় মলহোত্রকে (Sanjay Malhotra) রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) পরবর্তী গভর্নর হিসেবে নিয়োগ করেছে ইতিমধ্যেই।

RBI গর্ভনরের মাসের স্যালারি

তথ্যের অধিকার আইনে (আরটিআই) রিজার্ভ ব্যাংকের (RBI) প্রাক্তন গভর্নরের বেতন জানার একটি আবেদন করে সংবাদমাধ্যম ‘মানি কন্ট্রোল’। সেই আবেদনের উত্তরে রিজার্ভ ব্যাংক জানায়, শক্তিকান্ত দাস গত অর্থবর্ষে (২০২৩-’২৪) মাসে আড়াই লক্ষ টাকা পারিশ্রমিক পেতেন। এছাড়াও রিজার্ভ ব্যাংকের গভর্নর মুম্বইয়ে মালাবার হিলসে একটি বাংলো পেয়ে থাকেন যার আনুমানিক বাজারমূল্য ৪৫০ কোটি টাকা।

Good news may come soon, said Governor of Reserve Bank Of India.

‘মানি কন্ট্রোল’ তথ্যের অধিকার আইনে শক্তিকান্ত দাসের সহকারী আধিকারিকদের বেতন সম্পর্কেও জানতে  চেয়েছিল। সেই উত্তরে বলা হয়েছে, চার ডেপুটি গভর্নর এমডি পাত্র, এম রাজেশ্বর রাও, এমকে জৈন এবং টি রবিশঙ্কর গত অর্থবর্ষে প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ২ লাখ ২৫ হাজার টাকা।

আরোও পড়ুন : ‘এই অধিকার কোনও হিন্দু দেয়নি…’ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে মমতাকে বেলাগাম আক্রমণ শুভেন্দুর

প্রতি মাসে ২ লক্ষ ১৬ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছেন অনিলকুমার শর্মা, শিরীষচন্দ্র মুর্মু, ওমপ্রকাশ মল এবং মৃদুলকুমার সাগরের মতো এগজ়িকিউটিভ ডিরেক্টররা। প্রসঙ্গত, রিজার্ভ ব্যাংকের (RBI) কর্তাদের সমান পারিশ্রমিক দেওয়া হয়ে থাকে SBI ও ব্যাংক অফ বরোদার কর্তাদেরও। গত আর্থিক বছরে বার্ষিক ২৭ লাখ টাকা পারিশ্রমিক ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)-র চেয়ারম্যান দীনেশ খারার।

মহার্ঘ্য ভাতা হিসাবে তিনি এই সময়কালে পেয়েছিলেন ৭ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। ব্যাংক অফ বরোদার ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এগজ়িকিউটিভ অফিসার সঞ্জীব চড্ডা ২০২২-২৩ অর্থবর্ষে  পেয়েছিলেন ৩৮.১৯ লক্ষ টাকা পারিশ্রমিক। এছাড়াও ২ লক্ষ ২৭ হাজার টাকা পেয়েছিলেন আনুষঙ্গিক হিসাবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X