ভারতের অর্থনীতি বাঁচাতে বড় ঘোষণা RBI এর, ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় রিজার্ভ ব্যাংকের (Reserve Bank OF India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das) আজ কয়েকটি বড় ঘোষণা করেন। করোনা ভাইরাসের কারণে দেশের আর্থিকবৃদ্ধির দর কমে যাচ্ছে। আর এই কারণে লকডাউন বাড়ার পর অর্থব্যবস্থা নিয়ে হওয়া ক্ষতিকে বাঁচানোর জন্য শক্তিকান্ত দাস বেশ কয়েকটি বড় ঘোষণা করেন। উনি ভিডিও কনফারেন্সে এর মাধ্যমে বলেন আরবিআই (RBI) করোনা ভাইরাস নিয়ে সতর্ক আছে। রিজার্ভ ব্যাংক কাছ থেকে সবকিছুর উপর নজর দিয়ে আছে। দাস বলেন, ২০২০ এর বৈশ্বিক অর্থব্যবস্থার জন্য খারাপ সময়।

rbi 1 1

এর আগে ২৭ মার্চ আরবিআই এর গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছিলেন যে, রেপো রেটে ০.৭৫ শতাংশ চাহ্র দেওয়া হয়েছে আর রেপো রেট ৫.১৫ শতাংশ থেকে কমিয়ে ৪.৪০ শতাংশ করা হয়েছে। এর সাথে সাথে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাংক গুলোকে পরামর্শ দিয়েছিল যে, তাঁরা যেন আগামী তিন মাস গ্রাহকদের কাছ থেকে ইএমআই না নেয়।

আজ এই ভিডিও কনফারেন্সে দেশে চলা করোনা মহামারীর কথা মাথায় রেখে এবং দেশের আর্থিক অবস্থার কথা মাথায় রেখে উনি দেশে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য বড় ঘোষণা করেন। রিজার্ভ ব্যাংকের গভর্নর দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।

101718 rbi 1reuters

উনি আরও জানিয়েছেন যে, আগামী দিনের পরিস্থিতি দেখে এই প্যাকেজে বদল আনা হতে পারে। এছাড়াও আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার ঘোষণা করেছেন তিনি। দেশে জারি করোনা সঙ্কটের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সাংবাদিক সম্মেলন করলেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস।


Koushik Dutta

সম্পর্কিত খবর