বাংলা হান্ট ডেস্ক: RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) প্রায়শই ব্যাঙ্কের সাথে সম্পর্কিত নিয়ম এবং অন্যান্য জিনিসগুলি পরিবর্তন করে থাকে। এমতাবস্থায়, ফের RBI ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নিয়মে একাধিক পরিবর্তন করেছে বলে জানা গিয়েছে। এদিকে বর্তমান সময়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নেই এমন মানুষ রীতিমতো খুঁজের পাওয়াই মুশকিল। এমন পরিস্থিতিতে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।
মূলত, RBI-এর নতুন নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে, যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার ইতিমধ্যেই তাঁদের বৈধ নথি জমা দিয়েছেন এবং ঠিকানায় কোনো পরিবর্তন হয়নি, তাঁদের এবার KYC (Know Your Customer) আপডেট করতে হবে। পাশাপাশি, এই আপডেট করাতে ব্যাঙ্কের শাখাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
নতুন নিয়ম অনুযায়ী কি জানিয়েছে RBI: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, KYC-র তথ্যে কোনো পরিবর্তন না হলে, অ্যাকাউন্টধারীরা তাঁদের ইমেল আইডি, রেজিস্টার্ড মোবাইল নম্বর, এটিএম বা অন্যান্য ডিজিটাল মাধ্যমের সাহায্যে একটি সেলফ ডিক্লেরেশন লেটার জমা দিতে পারেন।
নির্দেশিকা জারি করেছে RBI: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই নির্দেশিকা জারি করেছে গত শুক্রবার অর্থাৎ ৬ জানুয়ারি। আর সেখানেই বলা হয়েছে, KYC তথ্যে কোনো পরিবর্তন না হলে, গ্রাহকের সেলফ ডিক্লেরেশন লেটারই KYC প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য যথেষ্ট।
ব্যাঙ্কগুলিকেও জানানো হয়েছে: এমতাবস্থায়, RBI তার নির্দেশিকাতে, ব্যাঙ্কগুলিকে তাদের গ্রাহকদের রেজিস্টার্ড ইমেল আইডি, নম্বর, এটিএম ইত্যাদির মাধ্যমে সেলফ ডিক্লেরেশন লেটারের প্রসঙ্গে অনুমতি দিতে বলেছে। যাতে গ্রাহকদের আর ব্যাঙ্কের শাখায় যাওয়ার প্রয়োজন না হয়।