বড়সড় ঘোষণা RBI-র! RuPay Card কার্ড থাকলেই এবার মিলবে বিরাট সুযোগ

বাংলা হান্ট ডেস্ক: গত ৬ তারিখ থেকে দেশের আর্থিক নীতির সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছিল রিজার্ভ ব্যাঙ্ক। গত বুধবার ছিল সেই বৈঠকের শেষ দিন। আর সেখানেই দেশের অর্থনীতির ক্ষেত্রে বড়সড় ঘোষণা করেন RBI (Reserve Bank of India)-এর গভর্নর শক্তিকান্ত দাস। মূলত, রেপো রেট বৃদ্ধির কথা জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, RuPay Credit Card নিয়েও একটি বড় ঘোষণা করেন গভর্নর।

মূলত, ঘোষণার মাধ্যমে RBI গভর্নর এই প্রসঙ্গে বলেন, RuPay Credit Card-কে শীঘ্রই UPI প্ল্যাটফর্মের সঙ্গে লিঙ্ক করা হবে। পাশাপাশি, এই কারণে পেমেন্ট ইনফ্রা ফান্ড স্কিমে পরিবর্তন নিয়ে আসা হবে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে দেশে দিন দিন UPI-এর ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই একটি পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, এখন এই প্ল্যাটফর্মে প্রায় ২৬০ মিলিয়ন ইউনিট ব্যবহারকারী রয়েছেন।

যার মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা রয়েছে প্রায় ৫০ মিলিয়নেরও বেশি। এমতাবস্থায়, শুধুমাত্র গত মে মাসেই UPI-র মাধ্যমে লেনদেন করা হয়েছে প্রায় ১০.৪ লক্ষ কোটি টাকা। এছাড়াও, মোট লেনদেনের সংখ্যা হল ৫৯৪ কোটি। অর্থাৎ ক্রমশ চাহিদা বাড়ছে UPI মারফত লেনদেনের। এমতাবস্থায়, এই প্ল্যাটফর্মের সঙ্গে RuPay Credit Card-কে লিঙ্ক করা হলে সরাসরি UPI-এর মাধ্যমে Rupay ক্রেডিট কার্ড থেকেই নির্ধারিত পেমেন্ট সম্পন্ন করতে পারবেন গ্রাহকেরা।

উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত চলে আসা নিয়ম অনুযায়ী, UPI ব্যবহারকারীরা ডেবিট কার্ডের মাধ্যমে তাঁদের ব্যাঙ্কের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে লেনদেন করতে পারতেন। কিন্তু, এবার সেইক্ষেত্রে নতুন করে যুক্ত হতে চলেছে Rupay Credit Card। এই প্রসঙ্গে RBI গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “নতুন এই ব্যবস্থাটি UPI প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য আরও সুযোগ এবং সুবিধা দেবে।” এর পাশাপাশি, Recurring Payments-এর জন্য ই-ম্যান্ডেট বাড়ানোর ঘোষণা করেছেন RBI গভর্নর। এতদিন এই সীমা ৫,০০০ টাকা থাকলেও এখন থেকে তা ১৫,০০০ টাকা করা হয়েছে বলে জানা গিয়েছে।

কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে RBI?
এদিকে, গত বুধবার গভর্নর শক্তিকান্ত দাস জানান, এবার ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যার জেরে RBI-এর বর্তমান রেপো রেট ৪.৪০ শতাংশ থেকে বেড়ে পৌঁছে গিয়েছে ৪.৯০ শতাংশে। এই নিয়ে গত দু’মাসের মধ্যে মোট ৯০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করল ব্যাঙ্ক। এদিকে, এর প্রত্যক্ষ প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। কারণ, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে সুদের হার রাতারাতি বৃদ্ধি পাবে।

অর্থাৎ, আগে কোনো ব্যক্তি ঋণ নিয়ে থাকলে এই রেপো রেট তাঁর ওপর প্রভাব ফেলবে। পাশাপাশি, এবার থেকে তাঁর EMI বা মাসিক ঋণের কিস্তির পরিমানও আরও বেশি হবে। স্বাভাবিকভাবেই এর ফলে পুরোনো ঋণের জন্য প্রতি মাসে বেশি টাকা গুণতে হবে ঋণ গ্রহীতাদেরকে। যদিও, এই প্রসঙ্গে গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ভূ-রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর