গ্রাহকদের স্বার্থে বড় পদক্ষেপ! গোল্ড লোনের নিয়মে গুরত্বপূর্ণ পরিবর্তন করল RBI, মিলবে বিশেষ সুবিধা

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গোল্ড লোন (Gold Loan) নিচ্ছেন এমন গ্রাহকদের স্বার্থে এবার নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক গোল্ড লোন দিচ্ছে এমন সংস্থা এবং ব্যাঙ্কগুলিকে তাদের গ্রাহকদের ঋণ পরিশোধের জন্য একাধিক নতুন বিকল্প উপলব্ধ করার নির্দেশ দিয়েছে। এমতাবস্থায়, এই নতুন নিয়মের অধীনে, সংশ্লিষ্ট সংস্থা এবং ব্যাঙ্কগুলিকে হোম লোন এবং অটো লোনের মতো গোল্ড লোন পরিশোধের জন্য মাসিক কিস্তির (EMI) বিকল্প প্রদান করতে হবে।

গোল্ড লোনের (Gold Loan) নিয়মে গুরত্বপূর্ণ পরিবর্তন করল RBI:

এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক তার নির্দেশে বলেছে যে গোল্ড লোন (Gold Loan) প্রদানকারী সংস্থাগুলিকে লোন নেওয়া গ্রাহকের লোন পরিশোধ ক্ষমতা পরীক্ষা করা উচিত। পাশাপাশি এটাও জানানো হয়েছে যে, এক্ষেত্রে শুধুমাত্র বন্ধক রাখা গহনার ওপর নির্ভর না করে ওই সংস্থাগুলিকে মাসিক অ্যামোর্টাইজেশন প্ল্যান শুরু করতে হবে। এর অধীনে, ব্যাঙ্ক এবং গোল্ড লোন প্রদানকারী সংস্থাগুলি লোন শুরু করার পরে গ্রাহকদের মাসিক কিস্তিতে সুদ এবং মূল পরিমাণের সাথে ঋণ পরিশোধ করতে বলতে পারে। এছাড়া, সংস্থাগুলি সোনার বিপরীতে টার্ম লোন দেওয়ার উপায়ও খুঁজছে।

RBI has made significant changes in gold loan rules.

অনিয়মের বিষয়ে আগেও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, RBI এর আগে অর্থাৎ গত ৩০ সেপ্টেম্বর জারি করা একটি সার্কুলারে গোল্ড লোন (Gold Loan) প্রদানকারী সংস্থাগুলিকে সতর্ক করেছিল। যেখানে স্পষ্ট বলা হয়, গোল্ড লোনের সোর্সিং, ভ্যালুয়েশন, নিলামের স্বচ্ছতা, এলটিভি অনুপাত পর্যবেক্ষণ এবং ঝুঁকির গুরুত্ব নির্ধারণে বেশ কিছু ত্রুটি পাওয়া গেছে। সার্কুলারে আরও বলা হয়েছে, আংশিক পরিশোধসহ গোল্ড লোন একটি ভুল প্রথা।

আরও পড়ুন: পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে মধুর প্রতিশোধ ভারতের! ভাঙল ১৩৬ বছরের পুরনো রেকর্ড

এখনও পর্যন্ত পেমেন্ট এভাবে করা হচ্ছে: বর্তমানে গোল্ড লোন (Gold Loan) প্রদানকারী সংস্থা এবং ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের বুলেট পেমেন্টের বিকল্প উপলব্ধ করে। এর অধীনে, ঋণগ্রহীতা ঋণের মেয়াদ শেষে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে পারেন। সেক্ষেত্রে তাঁদের কোনও EMI অনুযায়ী অর্থ পরিশোধ করতে হয় না। এর পাশাপাশি, আরও একটি বিকল্প অবশিষ্ট রয়েছে। যেখানে ঋণগ্রহীতা যখনই চান আংশিক অর্থ প্রদান করতে পারেন। কিন্তু এই পদ্ধতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে RBI।

আরও পড়ুন: দুর্ধর্ষ চমক KKR-এর! এবার ভেঙ্কটেশ হবেন অধিনায়ক? নিলামের মধ্যেই চলে এল বড় আপডেট

গোল্ড লোনের বাজার ক্রমশ বাড়ছে: জানিয়ে রাখি যে, সম্প্রতি ব্যাঙ্ক এবং NBFC (Non-bank Financial I)-র গোল্ড লোনের (Gold Loan) পোর্টফোলিওতে যথেষ্ট বৃদ্ধির পরে এই নির্দেশ সামনে এসেছে। CIL-এর একটি রিপোর্ট অনুসারে, গত এপ্রিল থেকে অগাস্টের মধ্যে সোনার গহনার বদলে ব্যাঙ্কগুলি দ্বারা জারি করা রিটেল লোনের পরিমাণ ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা সোনার ক্রমবর্ধমান দামের সাথে মিলে গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর