RBI: RBI তো নয় যেন ধন কুবেরের রত্ন ভান্ডার, মহালক্ষ্মী যোগ দেশের ভান্ডারে রয়েছে এত এত সোনা, পরিমাণ শুনলে হবেন “থ”!

বাংলাহান্ট ডেস্ক: এক সময় ভারত সব দিক থেকেই পিছিয়ে ছিল। না ছিল শিক্ষা ব্যবস্থা, না ছিল প্রযুক্তির ব্যবহার, আর আর্থিক উন্নতি তো দূরেই থাক। তবে আজ আমাদের ভারতই টক্কর দিচ্ছে সমস্ত বড় বড় দেশ গুলিকে কখনো সামরিক খাতে তো, আবার কখনো শিক্ষার খাতে। বাদ যায়নি আর্থিক দিক থেকেও অগ্রগতিতে। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারত আর্থিক দিক থেকে প্রথম ৩টি দেশকেও টক্কর দেবে। তবে শুধু আর্থিক ভান্ডারই নয়, একই সাথে একদম ফুলে ফেঁপে উঠেছে সোনার ভান্ডার। একেবারে সোনায় দানায় টয়টম্বুর হয়ে উঠেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ( RBI )।

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (RBI) সোনার ভান্ডার

৫ বছরের মধ্যেই আরবিআই- এর সোনার ভান্ডারে ৪০ শতাংশ সোনা বৃদ্ধি পেয়েছে বলে সূত্রের খবর। কিন্তু কিভাবে? এটাই হচ্ছে প্রশ্ন। সম্প্রতি জানা গিয়েছে, ব্রিটেন থেকে ১০০ টন সোনা ভারতে এনেছে আরবিআই ( RBI )। মূলত সুরক্ষিত রাখার জন্যই এতদিন ভিনদেশে ছিল এই সোনা। তবে এবার ভারতেই সুরক্ষিত রাখা হবে সেই সোনা। এদিকে পুরোনো তথ্য বলছে, ২০১৯ সালে দেশের গোল্ড রিজার্ভ ব্যাংক( RBI ) কিংবা সোনার ভান্ডারে ছিল ৬১৮ মেট্রিক টন সোনা। আর ২০২৪এ সেপ্টেম্বর মাসে এই সোনার পরিমাণ বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৮৫৪ মেট্রিক টন সোনা। অর্থাৎ কয়েকলক্ষ সোনা রয়েছে তা আপনার ধারণার বাইরে।

আর্থিক সমস্যার কারণে সোনা বন্ধক ছিল:

আপনারা তো অনেকেই জানেন না, একসময় আর্থিক সংকটের কারণে ভারতকে সোনা বন্ধক দিতে হয়েছিল বিদেশে। আর আজ দেখুন, অন্যান্য বড় বড় দেশের তুলনায় আমাদের ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ( RBI ) বেশি সোনা রয়েছে। আরবিআই-এর ( RBI ) রিপোর্ট অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে সোনার ভান্ডারে মোট সোনা রয়েছে ৫১০ মেট্রিক টন সোনা। অর্থাৎ দেশের ভান্ডারে ১০০% মধ্যে ৬০% সোনা আমাদের আয়ত্বের মধ্যেই রয়েছে।

Good news may come soon, said Governor of Reserve Bank Of India.

একসময় ভারতের সোনা সুরক্ষিত রাখার জন্যই বিকল্প পন্থা হিসেবে বিদেশে রাখা ঠিক বলে মনে করেছিলেন ভারত সরকার। তবে সাম্প্রতিক কালে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্যা দেখা যাচ্ছে, তাতে করে অন্যান্য দেশে এখন সোনা রাখা সঠিক বলে মনে করছেন না সরকার। কারণ হামেশাই কোনো না কোনো কিছুর জন্য বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। আর তাই সবার আগে দেশের সম্পদকে সুরক্ষিত রাখতে মোদী সরকার ইংল্যান্ডের ভল্ট থেকে দেশে সোনা নিয়ে আসার প্রক্রিয়া শুরু করার আদেশ দেয় রিজার্ভ ব্যাঙ্ককে ( RBI )। এরপর ২০২২ সাল থেকে সোনা আনার প্রক্রিয়া শুরু হয়। সেই বছর সেপ্টেম্বর থেকে ২০২৪ পর্যন্ত ২১৪ টন সোনা দেশে নিয়ে আসা হয়েছে। যা ভারতীয়দের জন্য দারুণ খবর।


Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর