বাংলা হান্ট ডেস্ক: ফের একাধিক ব্যাঙ্কের ওপর কড়া পদক্ষেপ গ্রহণ করল RBI (Reserve Bank Of India)। এর পাশাপাশি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বাজাজ ফাইন্যান্সের (Bajaj Finance) ওপরেও আর্থিক জরিমানা আরোপ করেছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাজাজ ফাইন্যান্স লিমিটেড পুণে (মহারাষ্ট্র)-কে ৮.৫০ লক্ষ টাকার আর্থিক জরিমানা করা হয়েছে।মূলত, “রিজার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা ২০১৬-র অধীনে NBFC-তে জালিয়াতির মনিটরিং” মেনে না চলার জন্য RBI তার ক্ষমতা ব্যবহার করে বাজাজ ফাইন্যান্স লিমিটেডের ওপর এই জরিমানা আরোপ করেছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯৩৪-এর অধীনে ৫৮ G-এর সাব-সেকশন ১-এর ক্লজ (b)-এর অধীনে, RBI-এর কাছে আর্থিক জরিমানা আরোপের ক্ষমতা রয়েছে। উল্লেখ্য যে, এই আর্থিক জরিমানা রেগুলেটরি নিয়মের ঘাটতির জন্য আরোপ করা হয়েছে। পাশাপাশি, এই নির্দেশ গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ জারি করা হয়েছিল।
RBL ব্যাঙ্ক লিমিটেডের ওপরেও RBI-এর অ্যাকশন: এদিকে, গত ২৮ সেপ্টেম্বর জারি করা অন্য একটি নির্দেশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক RBL ব্যাঙ্ক লিমিটেডের ওপর ৬৪ লক্ষ টাকার বিশাল জরিমানা আরোপ করেছে। এই আর্থিক জরিমানা RBI-এর নির্দেশিকা না মেনে চলার কারণে এই জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্কের ওপর আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: বড় খবর! বিপুল শূন্যপদে পুলিশ নিয়োগের জন্য জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন
মূলত, ২০১৫ সালে একটি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কের শেয়ার অধিগ্রহণ এবং ভোটিং রাইটসের পূর্ব অনুমোদন সংক্রান্ত RBI-এর নির্দেশিকা লঙ্ঘনের কারণে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক RBL ব্যাঙ্কের ওপর এই আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ৪৬ (৪) (i)-এর সাথে পঠিত ধারা ৪৭ A (১) (c)-এর বিধানের অধীনে RBI-র কাছে অর্পিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়েছে।
আরও পড়ুন: দিঘার চেয়েও দ্রুত পৌঁছনো যাবে পুরী? বড় পদক্ষেপ সরকারের, জানলে আনন্দে লাফাবেন আপনিও
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপরেও বিশাল আর্থিক জরিমানা করেছে RBI: উল্লেখ্য যে, ৩ অক্টোবর, ২০২৩ তারিখে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দেশের এই বড় ব্যাঙ্কের ওপর ১ কোটি টাকার আর্থিক জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ধারা ৪৬ (৪) (i) এবং ৫১ (১)-এর সাথে পঠিত ধারা ৪৭ A (১) (c)-এর বিধানের অধীনে RBI-র কাছে অর্পিত ক্ষমতা প্রয়োগের মাধ্যমে জরিমানা আরোপ করা হয়েছে। এদিকে, RBI ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওপর এই জরিমানা আরোপ করেছে কারণ ওই ব্যাঙ্ক “লোন এবং অ্যাডভান্সেস- বিধিবদ্ধ এবং অন্যান্য বিধিনিষেধ” সম্পর্কিত গাইডলাইন মেনে চলেনি।