এই একটা চালেই হল বাজিমাত! এবার আমেরিকা-রাশিয়া-ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানলে হবে গর্ব

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানের ভিত্তিতে বিশ্বের একাধিক বড় দেশকে টেক্কা দিল ভারত। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। প্রসঙ্গত উল্লেখ্য যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI-India) গত কয়েক বছর ধরে সোনা কেনার কাজে ভালোভাবে মনোনিবেশ করেছে। যার ফলে গত ৫ বছরে রিজার্ভ ব্যাঙ্ক সোনার বিশাল ভাণ্ডার সংগ্রহ করেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত ৫ বছরে সোনা কেনার ক্ষেত্রে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জাপানের মতো দেশকে পেছনে ফেলেছে ভারত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে শুধুমাত্র চিনই ভারতের চেয়ে বেশি সোনা কিনতে পেরেছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলকে উদ্ধৃত করে এই প্রসঙ্গে বিজনেস স্ট্যান্ডার্ড বিস্তারিত তথ্য জানিয়েছে।

বিপুল সোনা কিনছে RBI (RBI-India):

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্ক (RBI-India) ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত ৫ বছরে ২৪৪ টন সোনা কিনেছে। এদিকে, ওই সময়ের মধ্যে, চিন কিনে ফেলেছে ৩৩৬ টন সোনা। তবে, ভারত এখনও সোনা কেনা বন্ধ করেনি। অন্যদিকে অনেক দেশই সোনা কেনার গতি কমিয়ে দিয়েছে।

RBI-India beats America, Russia, France.

টক্কর দিয়েছে চিনকেও: জানিয়ে রাখি যে, ২০২৪ সালের শেষ ত্রৈমাসিকে, ভারত সোনা কেনার ক্ষেত্রে চিনকেও ছাড়িয়ে গেছে। ওই ত্রৈমাসিকে ভারত ২২.৫৪ টন সোনা কিনেছে। যেখানে চিন কিনেছে ১৫.২৪ টন সোনা। এদিকে, সিঙ্গাপুর তার সোনার মজুত ৭.৬৫ টন কমিয়েছে। তবে, পোল্যান্ড এই ত্রৈমাসিকে সর্বাধিক সোনা (২৮.৫৩ টন) কিনেছে।

আরও পড়ুন: পরের বার চ্যাম্পিয়ন্স ট্রফি কবে এবং কোথায় আয়োজিত হবে? জানলে হয়ে যাবেন খুশি

এই বছরও রিজার্ভ ব্যাঙ্কের কেনাকাটা বজায় রয়েছে: এদিকে, ২০২৫ সালেও, রিজার্ভ ব্যাঙ্ক (RBI-India) বিপুল সোনা কিনছে। চলতি বছরের জানুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্ক ২.৮৩ টন সোনা কিনেছে। এই কেনাকাটার ফলে রিজার্ভ ব্যাঙ্কের সোনার ভাণ্ডার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮৭৯ টন। তবে, এর মধ্যে ফেব্রুয়ারির পরিসংখ্যান অন্তর্ভুক্ত নয়।

আরও পড়ুন: ভারতের দিকে আর নেই নজর! এবার নতুন আতঙ্কে কাঁপছে পাকিস্তান, ঘুম উড়েছে পড়শি দেশের

সোনার প্রতি আগ্রহ কেন: জানিয়ে রাখি যে, সোনা সবসময় একটি সঙ্কট মোচক হিসেবে বিবেচিত হয়। মূলত, মার্কিন ডলার অন্যান্য দেশের সাথে বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। এদিকে, অনেক দেশ সোনার কারবারও করে। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার যাতে কম না থাকে তা নিশ্চিত করতে ভারত সহ বেশিরভাগ দেশ সোনা ব্যবহার করে। এর পাশাপাশি, সোনা কেনার অনেক কারণ দিয়েছেন বিশেষজ্ঞরা। যার মধ্যে অন্যতম কারণ হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি। এই কারণে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় সোনার চাহিদা বেড়েছে। আসলে, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়। এমতাবস্থায়, রিজার্ভ ব্যাঙ্কও (RBI-India) তার বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে পুনর্মূল্যায়ন ঝুঁকি এবং মুদ্রার অস্থিরতা কমাতে সোনা কিনছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর