এক চালেই বাজিমাত করবে RBI! নতুন ‘সিস্টেম’ এনে ‘খপ’ করে ধরবে স্কামারদের

বাংলা হান্ট ডেস্ক: এখনকার ডিজিটাল ইন্ডিয়ার যুগে ক্রমশ জাল বিস্তার করে চলেছে সাইবার প্রতারকেরা (Cyber Scamer)। তবে শুধু আমাদের দেশেই নয় এই মুহূর্তে সারা বিশ্বজুড়েই এই ধরনের জালিয়াতি মাথা ব্যাথা কারণ হয়ে দাঁড়িয়েছে সকলেরই। যত সময় আছে ততই যেন অত্যাধুনিক প্রযুক্তির ফাঁক-ফোকর দিয়ে লোক ঠকানোর নতুন ফন্দি আঁটছে  এই সমস্ত স্কামাররা।

তবে এবার সমস্ত প্রতারণা কড়া হাতে দমন করতে কোমর কষেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)। তাই আগামী দিনে স্ক্যামাররা  প্রতারণার জাল বিস্তার করার আগেই তা রুখে দিতে  নতুন সিস্টেম আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যার ফলে এবার থেকে অনলাইন জালিয়াতি করে আর নিস্তার পাবে না  প্রতারকরা। 

তাই অনলাইন পেমেন্টের জালিয়াতি বন্ধ করার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও বেশি শক্তিশালী করতেই এবার ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরি করতে চলেছে আরবিআই।যার জন্য ইতিমধ্যে একটি কমিটিও গঠন করেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: মাত্র ১০০০ টাকা দিলে প্রতি মাসে ১ লক্ষ টাকার পেনশন! না জানলে বিরাট লস

আজ রিজার্ভ ব্যাংকের আর্থিক নীতি কমিটির বৈঠকের ফলাফল ঘোষণার সময় এমনটাই  জানিয়েছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। আগামী দিনে ডিজিটাল পেমেন্ট ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম তৈরী হলে অনেক সুবিধা-ও হবে।

RBI brings good news in the new year.

বিশেষ করে এর ফলে সব সিস্টেমে রিয়েল-টাইম ডেটা শেয়ারিং-এর সুবিধা পাওয়া যাবে। আরবিআই মনে করছে ইন্টেলিজেন্স এবং রিয়েল-টাইম ডেটা শেয়ারিং আগামী দিনে ডিজিটাল জালিয়াতি রুখতে সাহায্য করবে। এছাড়াও আরবিআই দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেম সুরক্ষিত করতে একাধিক সিদ্ধান্ত নিয়ে থাকে। তাই এবারও তার ব্যতিক্রম হয় নি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর