এবার ক্রেডিট এবং ডেবিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে RBI! ফের টান পড়বে পকেটে?

বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) ক্রেডিট এবং ডেবিট কার্ডের নিয়মে পরিবর্তন করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি সার্কুলারের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। এদিকে, RBI-এর এই সিদ্ধান্তের পরে প্রিপেইড কার্ডের নিয়মগুলিতেও পরিবর্তন করা হতে পারে। মূলত, এই প্রসঙ্গে RBI জানিয়েছে যে, প্রতিটি কার্ডকে কোনো নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য নয়, বরং সমস্ত নেটওয়ার্কে ব্যবহারের ক্ষেত্রে অনুমতি দেওয়া উচিত।

সার্কুলার জারি করেছে RBI: এই প্রসঙ্গে সার্কুলার জারি করার মাধ্যমে RBI জানিয়েছে এবার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড সমস্ত নেটওয়ার্কের জন্য ব্যবহার করা উচিত। পাশাপাশি, এই প্রসঙ্গে জনগণের কাছ থেকে মতামতও চেয়েছে ব্যাঙ্কটি।

কেন এই সিদ্ধান্ত নিল RBI: উল্লেখ্য যে, আপনি কার্ড ব্যবহার করে সহজে যেকোনো মার্চেন্টকে অর্থ প্রদান করতে পারেন। কার্ড নেটওয়ার্কের কারণে মার্চেন্ট (দোকানদার) এবং কার্ডধারীর মধ্যে লেনদেন সহজতর হয়। মূলত, কার্ড নেটওয়ার্ক এক ধরণের পরিকাঠামো প্রদান করে। পাশাপাশি, এর জন্য কার্ড নেটওয়ার্ক ফি-ও নেয়।

এদিকে, কার্ড নেটওয়ার্ক কোম্পানিগুলির বিষয় জানাতে গেলে বলতে হয় যে, চারটি প্রধান ক্রেডিট কার্ড নেটওয়ার্ক রয়েছে। সেগুলি হল মাস্টারকার্ড, ভিসা, আমেরিকান এক্সপ্রেস এবং ডিসকভার। এদিকে, দু’টি কোম্পানি কার্ড প্রদানও করে। সেগুলি হল অ্যামেক্স এবং ডিসকভার।

যখনই আপনি একটি কার্ড দিয়ে অর্থপ্রদান করেন, তখন কার্ড নেটওয়ার্ক দ্বারা নির্ধারিত হয় যে কোথায় কোথায় ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থপ্রদান করা যাবে। আপনি যদি কখনও দু’টি ভিন্ন ক্রেডিট কার্ডের সুবিধার দিকে নজর দেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে, একটি কার্ডে যে সুবিধা পাওয়া যায় অন্য কার্ডে তা পাওয়া যায় না।

এদিকে, প্রত্যেক মার্চেন্ট বা দোকানদার সব ধরণের কার্ড মারফত পেমেন্ট গ্রহণ করতে পারেন না। এজন্যই দেখা যায় যে, ভিসা কার্ড অনেক জায়গায় কাজ করে না এবং কিছু জায়গায় আবার মাস্টারকার্ড কাজ করে না। আর এই কারণে ক্রেডিট কার্ডে অর্থ প্রদানের ক্ষেত্রে এই নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

RBI is going to bring major changes in credit and debit card rules Rupay Card-এর প্রচার: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সংক্রান্ত নিয়মে পরিবর্তন করা হয়, সেক্ষেত্রে এর সবচেয়ে ইতিবাচক প্রভাব Rupay Card-এ দেখা যাবে। এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে, দেশে Rupay কার্ডের প্রচার করতেই রিজার্ভ ব্যাঙ্ক এই সিদ্ধান্ত গ্রহণ করছে। উল্লেখ্য যে, আমেরিকান ভিসা এবং মাস্টারকার্ডে সব ধরণের সুবিধা পাওয়া যায়। কিন্তু তাদের কার্ড নেটওয়ার্কে RuPay Card-এর এন্ট্রি নেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর