ব্যাঙ্কগুলিতে “দাবিহীন” অবস্থায় পড়ে হাজার হাজার কোটি টাকা! এবার বড় পদক্ষেপ নিল RBI

বাংলা হান্ট ডেস্ক: দেশের ব্যাঙ্কগুলিতে দাবিহীন অবস্থায় পড়ে থাকা হাজার হাজার কোটি টাকার সঠিক তথ্য পেতে এবং ওই অর্থের নিষ্পত্তির জন্য এবার রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, RBI “100 Days 100 Pays” নামে একটি ক্যাম্পেন শুরু করেছে। এর মাধ্যমে ১০০ দিনের মধ্যে ভারতের প্রতিটি জেলায় প্রতিটি ব্যাঙ্কে জমে থাকা ১০০ টি আনক্লেমড ডিপোজিটের (Unclaimed Deposit) পরিমাণ নির্ণয় করে সেগুলির নিষ্পত্তি করা হবে। এমতাবস্থায়, রিজার্ভ ব্যাঙ্ক এই ক্যাম্পেনের বিষয়ে জানিয়েছে যে এইভাবে ব্যাঙ্কিং সিস্টেমে জমা হওয়া আনক্লেমড ডিপোজিটের পরিমাণ হ্রাস করা এবং সেগুলি তাদের ন্যায্য মালিক এবং দাবিদারদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে।

আনক্লেমড ডিপোজিটের পরিমাণ: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যেসমস্ত ডিপোজিটে ১০ বছর বা তারও বেশি সময় ধরে কোনো ধরণের ট্রানজাকশান করা হয়নি সেগুলিকে আনক্লেমড ডিপোজিট বলা হয়। ব্যাঙ্কিং সিস্টেমে, এগুলিকে ইনঅ্যাক্টিভ ডিপোজিট হিসেবেও বিবেচিত করা হয়। এদিকে, পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি (PSB’s) ২০২৩-এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কে প্রায় ৩৫,০০০ কোটি টাকার আনক্লেমড ডিপোজিটের অর্থ স্থানান্তর করেছে।

উল্লেখ্য যে, যেসমস্ত অ্যাকাউন্টগুলিতে জমা করা টাকার কোনো দাবিদার নেই, সেগুলির তথ্য ব্যাঙ্কগুলির তরফে RBI-কে দেওয়া হয়। এর পরে, এই দাবিহীন অর্থ Depositor Education and Awareness Fund-এ স্থানান্তরিত হয়। RBI এই ধরণের ডিপোজিটের প্রসঙ্গে ক্রমশ সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে, যাতে যোগ্য দাবিদারদের খোঁজ পাওয়া যায়।

কেন আনক্লেমড ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে: এই ধরণের আনক্লেমড ডিপোজিটের পরিমাণ বৃদ্ধি পাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, হয়ত কোনো ডিপোজিটরের মৃত্যু হয়েছে এবং তাঁর নমিনি নথিতে উল্লেখ নেই। তাই সেই অ্যাকাউন্টে জমে থাকা অর্থের কোনো দাবিদার পাওয়া যায় না। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন Financial Stability and Development Council-এর বৈঠকে এই বিষয়ে বিশেষ প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন।

nirmala sitharaman

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৩৫,০০০ কোটি টাকার এই আনক্লেমড ডিপোজিটের প্রসঙ্গে রেগুলেটর্সদের জানিয়েছেন, সেগুলি ব্যাঙ্কিং শেয়ার, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড কিংবা বীমার আকারে পড়ে রয়েছে। এগুলির নিষ্পত্তির জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়টিও জানান অর্থমন্ত্রী। এমতাবস্থায়, রিজার্ভ ব্যাঙ্ক এখন আনক্লেমড ডিপোজিটের নিষ্পত্তির জন্য পরিকল্পনা তৈরি করেছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর