বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে প্রায় প্রত্যেক নাগরিকের অন্ততপক্ষে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আমরা আমাদের সঞ্চিত অর্থ গচ্ছিত রাখি ব্যাংকে। ব্যাংকে টাকা গচ্ছিত রাখা মানে একদিকে যেমন তা সুরক্ষিত, অন্যদিকে লাভদায়কও বটে। আমাদের দেশে এমন বহু মানুষ রয়েছেন যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) রয়েছে।
একাধিক ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) রাখলেই বিপত্তি
এই ব্যাংক অ্যাকাউন্টগুলি অনেকেই নিয়মিত ব্যবহার করে আসছেন। আবার অনেকে সব ব্যাংক অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করেন না। বর্তমানে অনলাইন লেনদেনের যুগে অনেকেই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রেখে দেন। এই ব্যাংক অ্যাকাউন্টগুলির মাধ্যমে কেউ কেউ বেআইনি লেনদেন করে ফেলেন। তবে যাদের একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য উঠে আসছে বড় দুঃসংবাদ।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমন একটি নির্দেশিকা জারি করেছে যার ফলে বড় সমস্যায় পড়তে পারেন ব্যাংক গ্রাহকরা। যদি একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টগুলির উপর কড়া নজরদারি চালাবে আরবিআই। অনেক সময় দেখা যায় একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এমন অ্যাকাউন্ট হোল্ডাররা বিভিন্ন বেআইনি কার্যকলাপের সাথে যুক্ত হন।
আরোও পড়ুন : সংখ্যালঘুদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য! হাইকোর্টের ‘এই’ বিচারপতিকে তলব সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকেই জালিয়াতির পথ মসৃণ করেন। তবে এই ধরনের জালিয়াতি ও আর্থিক প্রতারণা রুখতে কড়া অবস্থান নিতে চলেছে রিজার্ভ ব্যাংক (RBI)। এই সংক্রান্ত একটি খবর সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে বলা হয়েছে একটির বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে জরিমানা দিতে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারকে।
আরোও পড়ুন : Interview দিলেই সরাসরি চাকরি! রাজ্যে শুরু হচ্ছে Job Fair! কিভাবে অ্যাপ্লাই করবেন বেকাররা?
৫০০ বা ১০০০ নয়, ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে আরবিআই (Reserve Bank of India)। যদি কোনো অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে থাকেন তাহলে তাকে পড়তে হতে পারে রিজার্ভ ব্যাংকের শাস্তির মুখে। রিজার্ভ ব্যাংকের তরফে এমনটাই জানানো হয়েছে।
যদি আপনার একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখনই সাবধান হয়ে যান। যদি সেই অ্যাকাউন্টগুলি (Bank Account) ব্যবহার না করেন তাহলে অবিলম্বে তা বন্ধ করে দেওয়াই ভালো। যদি একাধিক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেগুলিতে যাতে সন্দেহজনক লেনদেন না হয় সেই দিকে খেয়াল রাখা উচিত।
ধারাভাষ্য চলাকালীন বুমরাহকে “বানর” বলার জের! বিতর্কের মুখে পড়ে অবশেষে ক্ষমা চাইলেন ইশা