বাংলা হান্ট ডেস্ক : পূর্ববতী একাধিক ত্রি-মাসিকে রেপো রেটের হার বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। কিন্তু এবার সেখানে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। লেটেস্ট রিপোর্টে জানা যাচ্ছে, রেপো রেট (Repo Rate) এবার অপরিবর্তিত থাকছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেটে কোনো পরিবর্তন করেনি RBI। অর্থাৎ তৃতীয় ত্রি-মাসিকেও ৬.৫ শতাংশ হারেই রেপো রেট থাকছে। ফলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে আমজনতা।
সম্প্রতি RBI এর MPC অর্থাৎ Monetary Policy Committee এর সাথে আলোচনার পর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, Monetary Policy Committee- এর সবাই এক সিদ্ধান্তে এসেছেন যে এবারও রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। রেপোরেট না বাড়ার অর্থ ব্যাঙ্কগুলোতে সুদের হার বাড়ছে না এক্ষুনি। হোম লোন থেকে শুরু করে বিভিন্ন ঋণের সুদ বৃদ্ধির অতিরিক্ত চাপও আর আসবেনা রেপো রেট স্থির থাকায়।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর এদিন বলেন, বিশ্ববাজারের নানা ধাক্কা এসেছে ঠিকই কিন্তু ভারতীয় অর্থনীতি নিজের শক্তিশালী জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। সাথে তিনি আরো যোগ করেন যে, বর্তমানে ভারত যে পরিস্থিতিতে রয়েছে তাতে ভারতের অর্থনীতি আরো পুষ্ট হতে চলেছে। শুধু তাই না, শক্তিকান্ত দাসের দাবী “বিশ্বের মোট Growth-এর ১৫ শতাংশ ভারতের।”
রিজার্ভ ব্যাংকের গভর্নরের বক্তব্য আপাতদৃষ্টিতে দেখলে উচ্চাকাঙ্ক্ষী এবং অবিশ্বাস্য মনে হলেও ফ্যাক্ট এবং পরিসংখ্যান তার দিকেই সায় দিচ্ছে। বিশ্ববাজার যেখানে মুদ্রাস্ফীতির করাল ফাঁসে পড়ে হাঁসফাঁস করছে সেখানে ভারতীয় অর্থনীতি দিব্যি তরতরিয়ে এগিয়ে যাচ্ছে। দেশের অন্দরেরও মুদ্রাস্ফীতি সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ RBI এর মতানুসারে ৫.৪% এ পৌঁছাতে পারে মুদ্রাস্ফীতির অংক।
আগামী সময়ে মুদ্রাস্ফীতি আরো বাড়তে শুরু করলে রেপো রেটের হার আরো বাড়াতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও ব্যাঙ্কগুলোকে নিয়ে আশাবাদী শক্তিকান্ত দাস। তার কথায়, ব্যাঙ্কগুলো এখন খুবই ভালো অবস্থায় রয়েছে। আবার ব্যাঙ্কিং সেক্টরে যে, নন পারফর্মিং অ্যাসেটের পরিমাণ কমে মূলধনের পরিমাণ বেড়েছে সেকথাও জানিয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য যে, আপাতত রেপো রেট না বাড়লেও আগামী সময়ে মুদ্রাস্ফীতির হার আরো বাড়লে রেপো রেটের অংকও বাড়তে পারে।