বাংলাহান্ট ডেস্ক : মনেটরি পলিসির বৈঠক শেষ হওয়ার পর রিজার্ভ ব্যাংকের গভর্নর করলেন রেপো রেট সংক্রান্ত বড় ঘোষণা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহস্পতিবার মনিটরি পলিসির বৈঠকের শেষে জানিয়েছে, অপরিবর্তিত থাকছে রেপো রেট। মনেটরি পলিসি কমিটি রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এই সিদ্ধান্তের ফলে রেপো রেট ৬.৫ শতাংশে থাকবে চলতি ত্রৈমাসিকে। প্রসঙ্গত, মূল্যস্ফীতির ফলে রিজার্ভ ব্যাংক ২০২২ সালের মে মাস থেকে ধাপে ধাপে রেপো রেট বৃদ্ধি করেছে। রেপো রেট বৃদ্ধি করে আড়াইশো বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রিজার্ভ ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করে।
আরোও পড়ুন : সুবর্ণ সুযোগ! এবার চাকরি পাবেন এই জেলার মহিলারা, সঙ্গে মোটা মাইনে; আবেদন করুন শিগগিরই
তবে রেপো রেট অপরিবর্তিত থাকে ২০২৩ সালের এপ্রিল মাসে। এরপর সেই হার পরিবর্তন করা হয়নি জুন ও অগস্ট মাসেও। এমনকি রেপো রেট উৎসবের মাস অক্টোবরেও অপরিবর্তিত ছিল। বছর শেষে ডিসেম্বরেও পরিবর্তন হয়নি রেপো রেটের। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস এবার জানালেন রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরোও পড়ুন : অবিশ্বাস্য! এই গ্রামের নদী থেকে উঠে এল অবিকল রামলালার মতো বিষ্ণুমূর্তি, সঙ্গে মিলল শিবলিঙ্গও
আরবিআই-এর তিনজন এবং সরকারের তরফে তিনজনকে মনোনীত ব্যক্তি রয়েছেন এই কমিটিতে। জানা গেছে এই ছয়জনের মধ্যে পাঁচজনই রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দিয়েছেন। তাই সিদ্ধান্ত নেওয়া হয় ৫-১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখার।রেপো রেট পরিবর্তিত না হওয়ার ফলে গৃহঋণ গ্রাহকরা কিছুটা হলেও স্বস্তি পাবেন।
এরফলে ইএমআই পরিমাণ বদল হবে না গ্রাহকের। মনে করা হচ্ছে ইএমআই এবং ঋণের ওপর সুদের হার থাকবে অপরিবর্তিত। এমনকি রেপো রেট বৃদ্ধি না হওয়ার ফলে, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হারও অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।