বাংলাহান্ট ডেস্কঃ বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে এক ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (reserve bank) (আরবিআই)। জানা গিয়েছে, মূলধনের অভাবেই বাতিল করা হল পশ্চিমবঙ্গের (west bengal) বাগনানের কো-অপরেটিভ ব্যাঙ্কের লাইসেন্স (united cooperative bank)।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে এই ব্যাঙ্কের পর্যাপ্ত মূলধনের অভাব দেখা দিয়েছে। পাশাপাশি এই ব্যাঙ্কের আর আয়ের কোন সম্ভাবনাও নেই। যার ফলে এই ব্যাঙ্কের আর্থিক অবস্থা এতোটাই খারাপ, যে ভবিষ্যতে গ্রাহকদের সম্পূ্র্ণ টাকাও ফেরত দিতে পারবে না তাঁরা। সেই কারণেই এই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হচ্ছে। বন্ধ করা হয় পরিষেবাও। দ্রুতই গ্রাহকদের সঙ্গে লেনদেন মিটিয়ে, ব্যাঙ্ককে গুটিয়ে নিতে হবে।
এবিষয়ে শীর্ষ ব্যাঙ্কের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করে জানানো হয়েছে, ‘এবার থেকে এই ব্যাঙ্ক আর কোনরকম ব্যাবসা করতে পারবে না। অবিলম্বে গ্রাকদের লেনদেন মিটিয়ে দিতে হবে। গ্রাজকদের টাকা মিটিয়ে দিয়ে দ্রুতই ব্যাঙ্ক বন্ধ করতে হবে’।
লাইসেন্স বাতিল ঘোষণার প্রসঙ্গে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাঙ্কের সঙ্গে যুক্ত গ্রাহকরা তাঁদের সমস্ত আমানত ফেরত পেয়ে যাবেন। সমস্ত সমস্ত নথি মিলিয়ে ব্যাঙ্কের বীমা বিভাগ (ডিআইসিজি) থেকে পাবেন তাঁরা সমস্ত কিছু ফেরত পেয়ে যাবেন।