জালিয়াতির দিন শেষ! এবার কোমড় বেঁধে নামছে RBI! প্রতারকদের পর্দাফাঁস করতে হাতিয়ার AI

Published On:

বাংলাহান্ট ডেস্ক : এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সাহায্যে রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) পর্দাফাঁস করবে প্রতারকদের। সেই উদ্দেশ্যে ‘মিউল হান্টার ডট এআই’ নামক একটি কৃত্রিম মেধার মডেলও তৈরি করে ফেলেছে আরবিআই (RBI)। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ডিজিটাল প্রতারণা আটকাতে সহায়ক হবে এই AI মডেল।

নয়া প্ল্যানিং করছে RBI

কৃত্রিম মেধাকে কাজে লাগিয়ে চিহ্নিত করা যাবে অর্থ পাচারের অ্যাকাউন্ট। বেঙ্গালুরুর আরবিআইয়ের উদ্ভাবনী হাব এই ‘মিউল হান্টার ডট এআই’ তৈরি করেছে। রিজার্ভ ব্যাংকের (RBI) গভর্নর জানান, আগামী দিনে প্রযুক্তিগত দিক থেকে এই মডেলকে আরো উন্নত করা হবে। রিজার্ভ ব্যাংক দাবি করেছে, আর্থিক সুরক্ষা প্রদানের কাজে অত্যন্ত সহায়ক হবে মিউল হান্টার ডট এআই।

এগুলির মধ্যে অন্যতম সাইবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। এছাড়াও এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে সহজেই চিহ্নিত করা যাবে জারিয়াতির কাজে ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্টগুলিকে। ইতিমধ্যেই এই কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলের ব্যবহার শুরু করে দিয়েছে দুটি সরকারি ব্যাংক। আগামী দিনে অন্যান্য ব্যাংকেও ব্যবহার করা হবে মিউল হান্টার ডট এআই।

আরোও পড়ুন : এক ডাক্তার বেঁকে বসেন বলেই…! CBI তদন্তে ফাঁস চাঞ্চল্যকর তথ্য! ঘুরে গেল আরজি কর কাণ্ডের মোড়?

আর্থিক প্রতারণা রুখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে মিউল হান্টার ডট এআই। এই বিষয়ে ‘অ্যাসোসিয়েশন অফ সার্টিফায়েড ফিন্যান্সশিয়াল ক্রাইম স্পেশালিস্ট’-এর কার্যনির্বাহী সদস্য শীতল আর ভরদ্বাজ বলেন, ‘‘জালিয়াতেরা সাধারণ ভাবে হ্যাকিং বা সাইবার প্রতারণায় পাওয়া অর্থ অন্য অ্যাকাউন্ট স্থানান্তরিত করে থাকে। এর জন্য একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে তাঁরা। আর সেই ফাঁদে পা দেন নিরীহ নাগরিকদের একাংশ।’’

What steps will Reserve Bank Of India take to control inflation.

সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রতারকরা চাকরি বা অন্যান্য টোপ দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলিয়ে নেয়। তারপর সেগুলির মাধ্যমেই চলে প্রতারণা (Scam)। সেই কারণে এগুলিকে বলা হয় মিউল (খচ্চর) অ্যাকাউন্ট। মিউল (খচ্চর) অ্যাকাউন্ট চিহ্নিত করে টাকা উদ্ধার করা গোয়েন্দাদের পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। সেই কাজই এবার সহজ করে দেবে মিউল হান্টার ডট এআই।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X