‘চড়া সুদে’ লোন দিতেই সব শেষ! RBI’র রোষের মুখে এই ৪ নন-ব্যাঙ্কিং সংস্থা, এবার কী হবে গ্রাহকদের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : অত্যধিক বেশি পরিমাণ সুদ সহ একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল চারটি নন ব্যাংকিং ফিন্যান্স সংস্থার বিরুদ্ধে। এই অবস্থায় দেশের শীর্ষ ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) নিষেধাজ্ঞা জারি করল এই ৪ NBFC-এর উপর। আরবিআই জানিয়েছে, চলতি বছরের ২১ শে অক্টোবর থেকে কার্যকর করা হবে এই নিষেধাজ্ঞা।

বড়সড় স্টেপ নিল RBI

আশীর্বাদ মাইক্রো ফিন্যান্স লিমিটেড, আরোহণ ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ডিএমআই ফিন্যান্স ও নাভি ফিনসার্ভকে পড়তে হল আরবিআই-এর কোপের মুখে।  প্রসঙ্গত, আশীর্বাদ মাইক্রো ফিনান্স লিমিটেডের প্রোমোটারের তালিকায় রয়েছে বিখ্যাত গোল্ড লোন পরিষেবা প্রদানকারী সংস্থা ‘মানাপ্পুরম ফিন্যান্স’।

আরোও পড়ুন : হাইকোর্টের নির্দেশে হুড়মুড়িয়ে কমছে বাস! কলকাতার রাস্তায় হচ্ছেটা কি? বাড়ছে উদ্বেগ

অন্যদিকে, ‘ফ্লিপকার্ট’-র প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা সচিন বনসল আবার নভি ফিনসার্ভের প্রোমোটারদের অন্যতম। DMI সংস্থায় আবার সম্প্রতি ৩৩ লক্ষ ৪০ হাজার ডলার বিনিয়োগ করে জাপানি সংস্থা ‘মিৎসুবিশি’। রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে এখন রীতিমতো মাথায় হাত এইসব প্রোমোটার ও বিনিয়োগকারীদের।

Good news may come soon, said Governor of Reserve Bank Of India.

রিজার্ভ ব্যাংকের (RBI) বিবৃতিতে বলা হয়েছে,  ‘‘নজরদারি চালানোর সময়ে এই চারটি সংস্থার ঋণ দেওয়ার নীতিতে অনেক ফাঁক ফোকর ধরা হবে। ঋণ দেওয়ার গড় মাত্রা এবং সুদের হার অস্বাভাবিক বেশি নেওয়া হচ্ছে। তা ছাড়া নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়া হয়েছে।’’

আরোও পড়ুন : দুর্দান্ত খবর! আকাশপথে পাহাড় ভ্রমণ এবার আরও সহজ! হুস করে চলে যান দার্জিলিং,কালিম্পং,মিরিক!

যদিও রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) এই অভিযোগ অস্বীকার করে NAVI ফিন্যান্স বলছে, ‘‘আরবিআইয়ের নিয়ম মানতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সেখান থেকে আসা নির্দেশ নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।’’ এমনকি এই চারটি সংস্থা জানিয়েছে, ঋণ সংক্রান্ত যে কোনও সমস্যার সমাধানে তারা বদ্ধপরিকর।

 

কিছু বিশেষজ্ঞ মনে করছেন, এই ঘটনায় মোটা জরিমানা চাপতে পারে সংস্থাগুলির উপর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) জানাচ্ছে, সংস্থাগুলি নতুন করে ঋণ প্রদান করতে পারবে না। তবে গ্রাহক পরিষেবা চালু থাকবে। ইতিমধ্যেই যে ঋণ সংস্থা প্রদান করেছে, তা সুদ সহ গ্রহণও করতে পারবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X