বাংলা হান্ট ডেস্ক: ইউপিআই পেমেন্টের (UPI Payment) মাধ্যমে অনলাইন ট্রানজাকশন নিয়ে, এবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক (RBI)। রেপোরেট অপরিবর্তিত রাখার পর এবার দেশের কেন্দ্রীয় ইউপিআই পেমেন্টের সীমা বাড়াল (Transaction Limits) অনেকটা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) নিয়ম অনুযায়ী বর্তমানে ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে ১ লক্ষ টাকার লেনদেন করা যায়।
UPI পেমেন্ট নিয়ে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)
এবার এই লেনদেন করার টাকার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। যার ফলে এবার বিরাট সুবিধা পেতে চলেছেন ইউপিআই পেমেন্টের গ্রাহকরা। একসাথে অনেক বেশি টাকা লেনদেন করতে পারায় আরও বাড়বে ডিজিটাল ট্রানজাকশন। এমনটাই মনে করছে দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
প্রসঙ্গত এতদিন পর্যন্ত স্বাস্থ্য কিংবা স্কুল-কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলির ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য ইউপিআই লেনদেনের সীমা ছিল ১ লক্ষ টাকা। কিন্তু শুক্রবার অর্থাৎ ৮ ডিসেম্বর থেকেই এই সীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়েছে।এপ্রসঙ্গে এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, ‘ইউপিআই পেমেন্টের সীমা বাড়ানোর ফলে উপভোক্তারা শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে অনেক সুবিধা পাবেন।’
আরও পড়ুন: হোটেল বুকড হলেও লোক নেই সমুদ্র সৈকতে! সপ্তাহান্তে দিঘা-মন্দারমণিতে মধুচক্রের রমরমা
জানা যাচ্ছে এই ইউপিআই পেমেন্টের সীমা বাড়ানোর পাশাপাশি, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ, বিমা এবং ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধের জন্য অ্যাডিশনাল ফ্যাক্টর অথেন্টিকেশনের সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।রিজার্ভ ব্যাঙ্কের আশা তাদের এই নতুন সিদ্ধান্তের পর, বিভিন্ন স্বাস্থ্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নতুন করে গতি পেতে চলেছে ইউপিআই পেমেন্ট।
হাসপাতালের বিল এবং স্কুল-কলেজের ফি পরিশোধে যে সমস্যা তৈরি হয় তা কমবে এই ইউপিআই পেমেন্ট-এর ব্যবহারে। তবে এখানে বলে রাখি আরবিআই মুদ্রাস্ফীতির হার বেশি না দেখালেও বাস্তবে কিন্তু সাধারণ মানুষের পকেটে বেশ ভালোই টান পড়ছে। তবে বিজার্ভ ব্যাংক মোট চারবার রেপোরেট বাড়ালেও এবার তা অপরিবর্তিত থাকায় হাসি চওড়া হয়েছে ম্যধ্যবিত্তের। আর তছাড়া এরফলে আপাতত বাড়ছে না কারও গাড়ি-বাড়ির ইএমআই।