বাংলা হান্ট ডেস্ক: এবার ফের একবার RBI (Reserve Bank of India) কড়া পদক্ষেপ নিল ৪ টি ব্যাঙ্কের বিরুদ্ধে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্ক এবার ৪ টি কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর বিপুল অঙ্কের জরিমানা আরোপ করেছে। মূলত, সঠিকভাবে নিয়ম না মেনে চলার কারণেই এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, চেন্নাইয়ের তামিলনাড়ু স্টেট অ্যাপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্ককে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর বাইরে আরও ৩ টি ব্যাঙ্কের উপরেও জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
কি জানিয়েছে RBI: ব্যাঙ্কগুলির উপর গৃহীত পদক্ষেপের প্রসঙ্গে তথ্য জানিয়ে RBI বলেছে যে, কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্য হল রিজার্ভ ব্যাঙ্কের সমস্ত নিয়মগুলি যাতে ব্যাঙ্কগুলি সঠিকভাবে অনুসরণ করে। এর পাশাপাশি, ব্যাঙ্ক এবং গ্রাহকদের মধ্যে কোনো লেনদেনে RBI হস্তক্ষেপ করতে চায় না। উল্লেখ্য, নিয়ম উপেক্ষা করার কারণে এর আগেও বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে কোটি কোটি টাকা জরিমানা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
কোন কোন ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক যে যে কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে জরিমানা করেছে সেগুলি হল বোম্বে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাঙ্ক। এই ব্যাঙ্ককে ১৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ব্যাঙ্কটি নির্ধারিত সময়ের মধ্যে Depositor Education and Awareness Fund (DEAF) স্থানান্তর করতে পারেনি। অপরদিকে, রিজার্ভ ব্যাঙ্ক পুণের জনতা সহকারি ব্যাঙ্কের ওপর ১৩ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। সঠিক সময়ে আমানতের সুদ না দেওয়ায় এই জরিমানা করা হয়েছে।
এছাড়াও, তামিলনাড়ু স্টেট এপেক্স কো-অপারেটিভ ব্যাঙ্কও সময়মতো DEAF-এর তহবিল স্থানান্তর করতে পারেনি। এর পাশাপাশি, এই ব্যাঙ্ক এখান থেকে যে ফ্রড ট্রানজাকশান হয়েছিল তা সঠিক সময়ে National Bank for Agriculture and Rural Development (NABARD)-কে জানায়নি। এমন পরিস্থিতিতে, RBI এই ব্যাঙ্ককে ১৬ লক্ষ টাকার জরিমানা করেছে। এছাড়াও, রাজস্থানের বারান নাগরিক সহকারি ব্যাঙ্ককেও ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মূলত, নিয়ম উপেক্ষা করায় এই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রাহকদের উপর কি প্রভাব পড়বে: এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই যে চারটি ব্যাঙ্কের উপর RBI-এর বিপুল অঙ্কের জরিমানার পরিপ্রেক্ষিতে ব্যাঙ্কের গ্রাহকদের উপর আদৌ কোনো প্রভাব পড়বে কি না? এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এইসব জরিমানার সাথে ব্যাঙ্কের গ্রাহকদের কোনো সম্পর্ক নেই। কারণ, সঠিকভাবে কার্যক্রম শেষ না করায় ব্যাঙ্কগুলির ওপর এই জরিমানা করা হয়েছে। ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্টের লেনদেনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।