বাংলা হান্ট ডেস্ক : সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার কথা ভেবে হামেশাই নিত্য নতুন পরিষেবা চালু করে কেন্দ্রীয় ব্যাংক আরবিআই (RBI)। দিনের পর দিন বাড়তে থাকা ব্যাংক জালিয়াতের কারণে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক (Indian Reserve Bank)। সম্প্রতি তেমনি জনস্বার্থে একটি পত্রিকায় আরবিআই-এর তরফে একটি সতর্কতামূলক বিজ্ঞাপন (Awareness Advertisement) দেওয়া হয়েছে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে RBI-এর সতর্কবার্তা
প্রসঙ্গত এখনকার এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে অনলাইনে হোক কিংবা অফলাইনে টাকা পয়সা লেনদেন করা একেবারে জলভাতে পরিণত হয়েছে। কিন্তু এবার এই ঘন ঘন টাকা লেনদেন নিয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। সেই সাথে কড়া নির্দেশ দিয়ে জানানো হয়েছে এই নিয়ম অমান্য করলে হতে পারে জেলও।
সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখাই এর একমাত্র উদ্দেশ্যে। এবিষয়ে রিজার্ভ ব্যাংকের (RBI) তরফ থেকে একটি নতুন বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে। যার ট্যাগ লাইন, ‘মানি মূল হবেন না।’ আরবিআই (RBI)-এর দাবি মানি মূল হিসেবে কাজ করাও একপ্রকার অপরাধ। তাই এই ধরনের আর্থিক প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতেই এবিষয়ে ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ন্যাশনাল সাইবার পোর্টাল।
কিন্তু এখন প্রশ্ন হল মানি মূল কি? প্রসঙ্গত এখানে ‘মূল’ অর্থাৎ গাধা। এই মানি মূলের মাধ্যমে একজন ব্যক্তি অন্যজনের হয়ে অবৈধভাবে অর্জিত অর্থ লেনদেন বা স্থানান্তর করে থাকেন। তাই এই ধরনের কার্যকলাপ রুখতে এই বিশেষ প্রচার অভিযান শুরু করেছে আরবিআই। সেইসাথে সতর্ক করা হয়েছে অন্যের টাকা নিজের অ্যাকাউন্টে কেউ যেন ভুলেও না ঢোকায়।
এই নির্দেশ অমান্য করলে হতে পারে জেল-ও। তাই আরবিআই-এর তরফ থেকে সতর্ক করা হয়েছে অচেনা কোন ব্যক্তির কাছে যেন ব্যাংক অ্যাকাউন্টের কোনো তথ্য শেয়ার না করা হয়। তারপরেও যদি কেউ জালিয়াতের শিকার হয়ে থাকেন তাহলে তাকে সাইবার পোর্টালের নম্বর ১৯৩০-এ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ভারতীয় রেলের মুকুটে নতুন পালক! বাংলা-সিকিম রেল প্রকল্পে এল বড় আপডেট
সেই সাথে প্রতারকদের চিহ্নিত করতে এই ধরনের জালিয়াতির ক্ষেত্রে ১০ ধরনের লেনদেনের তালিকা প্রকাশ করেছে আর বি আই। এই তালিকায় প্রথমেই ব্যাংক অ্যাকাউন্টের অপব্যবহারের কথা বলা হয়েছে। এছাড়া কোনো ভুয়ো ডিভাইসের মাধ্যমে অন্যের কাছ থেকে টাকা আদায় করা কিংবা ভুল অ্যাকাউন্টের সাহায্যে লেনদেনে কারসাজি করার কথাও বলা হয়েছে।
Don't become a money mule. Tempting offers about receiving money from or sending money to others through your bank account could land you in jail.@Cyberdost @RBI pic.twitter.com/ZWZVNlDdvk
— V.C. Sajjanar, IPS (@SajjanarVC) August 18, 2024
এছাড়া কারও কাছ থেকে টাকা আদায়ের জন্য তথ্য গোপন করে প্রতারণা করা,কিংবা কোন ভুল নথি কিংবা ইলেকট্রনিক রেকর্ড তৈরি করে জালিয়াতী করা। অথবা ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে পাসবুক, ইলেকট্রনিক রেকর্ড, কাগজ, লেখা কিংবা অ্যাকাউন্টের বিবৃতি তৈরি করা। অন্যের টাকা হাতানোর জন্য টাকার অভাবের ভান করা। বৈদেশিক মুদ্রাজনিত জালিয়াতির লেনদেন। এছাড়া প্রতারণামূলক বৈদ্যুতিন ব্যাংকিং অর্থাৎ ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেন করার কথাও বলা হয়েছে।