বাংলা হান্ট ডেস্কঃ এবার কুড়ি টাকার নোট আরবিআইকে(RBI) ফেরত দিলেই আপনি পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা। স্বপ্ন মনে হলেও কথাটা কিন্তু একেবারে সত্যি। সাধারণত ভারতবর্ষে যত নোট ছাপা হয় তার দায়িত্ব পালন করে আর বি আই। যেহেতু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিটি নোট ছাপার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে তাই ভুল হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু মাঝে মাঝে ভুল হয়ে যায় মানুষ মাত্রেই। আর যখন সরকারের তরফে কোন ভুল হয়, তখন ক্ষতিপূরণ দিতেও রাজি থাকেন তারা।
সাধারণত যেকোনও নোটে ছাপা থাকে ছাপার তারিখ এবং বৈধতার বর্ষ। কিন্তু কোনটির ক্ষেত্রে ছাপার তারিখ এবং বৈধতার বর্ষ উল্লেখ না থাকলে তা বাজারে বৈধ নয়। শুনতে অবাক লাগলেও, এই ভুল করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াই। কুড়ি টাকার বেশকিছু নোট ছাপার সময়, তাতে উল্লেখ ছিল না বৈধতার বর্ষ এবং ছাপার তারিখের। যার জেরে ২০০৫ সালে এই নোটটি বাতিল বলে গণ্য করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ধীরে ধীরে নোটগুলি বাজার থেকে তুলেও নেওয়া হয়।
কিন্তু তুলে নেওয়া হলেও এখনও অনেক মানুষের কাছেই রয়ে গেছে কুড়ি টাকার এই পুরোনো নোটগুলি। যাতে ছাপার তারিখ এবং বৈধতার বর্ষের কথা উল্লেখ নেই। এমন নোট যদি আপনার কাছেও থেকে থাকে তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনাকে এর বদলে কয়েক হাজার টাকা পর্যন্ত দিতে রাজি।
নিশ্চয়ই ভাবছেন, কীভাবে বদল করবেন এই নোটগুলি। আপনার কাছে এই ধরনের কুড়ি টাকার নোট থাকলে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে Leftovercurreny.com এই ওয়েবসাইটে এবং অ্যাড টু ওয়ালেট-এ ক্লিক করে জানাতে হবে কতগুলি নোট আপনি বদল করতে চান। নোট বাতিলের প্রক্রিয়া সম্পন্ন হলেই পাঁচ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে প্রতিটি নোটের বদলে হাজার টাকা করে পাবেন আপনি।