বড়সড় স্বস্তি দিল RBI! অপরিবর্তিত থাকছে রেপো রেট, বাড়বে না লোনের EMI-ও

বাংলা হান্ট ডেস্ক: এবার বড়সড় স্বস্তির খবর শোনালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank Of India) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্কের মানিটরি পলিসি কমিটির তিন দিনের বৈঠক বৃহস্পতিবার শেষ হয়েছে। সেই বৈঠক শেষ হওয়ার পরেই সকাল ১০ টায় গভর্নর বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানান।

জানা গিয়েছে, এবার রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেটের ক্ষেত্রে কোনো পরিবর্তন করেনি। RBI জানিয়েছে, রেপো রেট স্থির রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রেপো রেট রয়ে গেছে ৬.৫ শতাংশেই। এদিকে, টানা ছ’বার রেপো রেট বাড়ানোর পরে, RBI এবার এটিতে কোনো পরিবর্তন করেনি।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের মে থেকে এখনও পর্যন্ত পর্যায়ক্রমে ২৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তবে, এবার স্বস্তি মিলেছে। এদিকে, কেন্দ্রীয় ব্যাঙ্কের এহেন সিদ্ধান্তের জেরে গাড়ির ঋণ থেকে শুরু করে গৃহঋণ এবং অন্যান্য ঋণে অতিরিক্ত সুদের হাত থেকে রেহাই পাবেন গ্রাহকেরা।

স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ: প্রসঙ্গত উল্লেখ্য যে, রেপো রেট না বাড়ানোর ফলে এখন আর ব্যাঙ্কগুলি ঋণের ক্ষেত্রে সুদের হার বাড়াবে না। তার মানে এখন আপনি ঋণের বোঝা থেকে কিছুটা হলেও স্বস্তি পাবেন। জানিয়ে রাখি যে, রেপো রেট বৃদ্ধির কারণে ব্যাঙ্কগুলিকে আগের চেয়ে বেশি সুদ দিতে হচ্ছে RBI-কে। এদিকে, ওই বর্ধিত সুদ ব্যাঙ্ক আবার গ্রাহকদের লোনের EMI বৃদ্ধির মাধ্যমে তাদের কাছ থেকে আদায় করে নেয়।

rbi ekyc

এদিকে বিভিন্ন সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতির প্রভাব ভারতীয় অর্থনীতিতেও এসে পড়েছে। যার ফলে নতুন করে রেপো রেট বৃদ্ধির আশঙ্কা করেছিলেন অনেকেই। এমনকি, ২০২২-২৩ অর্থবর্ষের শেষে রিজার্ভ ব্যাঙ্কও এমনটাই ইঙ্গিত দিয়েছিল। তবে, বৃহস্পতিবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস রেপো রেট অপরিবর্তিত থাকার বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর