উৎসবের মরশুমে RBI-এর দুর্দান্ত উপহার! নেওয়া হল এই বড় সিদ্ধান্ত, জেনে আনন্দে লাফাবেন আপনিও

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India, RBI) টানা চতুর্থবারের জন্য রেপো রেট ৬.৫ শতাংশে বজায় রেখেছে। শুক্রবারই এই বিষয়টি জানানো হয়েছে। অর্থাৎ এর অর্থ হল, এবারও বাড়ি, গাড়ি সহ বিভিন্ন লোনের ক্ষেত্রে মাসিক কিস্তিতে (EMI) কোনো পরিবর্তন হবে না। এর পাশাপাশি, কেন্দ্রীয় ব্যাঙ্ক চলতি ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য অর্থনৈতিক বৃদ্ধির হারের অনুমান ৬.৫ শতাংশে বজায় রেখেছে।

মুদ্রাস্ফীতি থাকবে ৫.৪ শতাংশে: জানিয়ে রাখি যে, চলতি অর্থবর্ষে কনজিউমার প্রাইস ইনডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতির অনুমানও ৫.৪ শতাংশে বহাল রাখা হয়েছে। উল্লেখ্য যে, গত বুধবার শুরু হওয়া মুদ্রানীতি কমিটির (MPC) তিনদিনের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে, RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন “সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করার পরে, MPC-র ছয় সদস্যই সর্বসম্মতভাবে রেপো রেট ৬.৫ শতাংশে বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।”

 

রেপো রেট: প্রসঙ্গত উল্লেখ্য, রেপো রেট হল সেই সুদের হার যেখানে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাদের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে ঋণ নেয়। RBI মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহার করে।

আরও পড়ুন: ২৪ বছরে ১৬ বার ফেল, করতে হয়েছে শ্রমিকের কাজও, এবার সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন এই ব্যক্তি

ভারত বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন হয়ে উঠেছে: এদিকে, RBI-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন যে, ভারত বিশ্বের জন্য অর্থনৈতিক বৃদ্ধির ইঞ্জিন হিসেবে পরিলক্ষিত হয়েছে। তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। MPC মুদ্রাস্ফীতির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশ হলেই এবার কেন্দ্রীয় সংস্থায় চাকরির সুযোগ! জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

উল্লেখ্য যে, গত অগাস্ট, জুন এবং এপ্রিলের আর্থিক নীতি পর্যালোচনা সভায়ও RBI রেপো রেট পরিবর্তন করেনি। তবে, এর আগে প্রধানত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, গত বছরের মে মাস থেকে মোট ৬ বারে রেপো রেট ২.৫০ শতাংশ বাড়ানো হয়েছিল।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর