রজতের শতরান ও হর্ষলের দুরন্ত ডেথ বোলিংয়ে ভর করে দুর্দান্ত জয় RCB-র, ছিটকে গেলেন রাহুলরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইডেন গার্ডেন্সে হাড্ডাহাড্ডি ম্যাচের শেষে দুরন্ত জয় পেলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ১৪ রানের ব্যবধানে লখনউ সুপারজায়ান্টসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে গেল আরসিবি। মোতেরা রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা। রজত পতিদার, হর্ষল প্যাটেলদের দুরন্ত পারফরম্যান্সের সামনে ফিকে হয়ে গেল রাহুল, মহসিন খানদের লড়াই। সেইসঙ্গে নিজেদের প্রথম আইপিএল মরশুমে লখনউয়ের যাত্রা শেষ হয়ে গেল এলিমিনেটর ম্যাচেই।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আরসিবি। অধিনায়ক ফ্যাফ দু প্লেসিস গোল্ডেন ডাকে আউট হন। বিরাট কোহলিও ২৪ বলে ২৫ রান করে আবেশ খানের শিকার হন। গ্লেন ম্যাক্সওয়েলও (৯) আজ ব্যর্থ। অর্ধেক ইনিংস শেষ হতেই তিন তারকাকে হারিয়ে কিছুটা চাপে ছিল আরসিবি। কিন্তু তাদের যাবতীয় দুশ্চিন্তা কাটিয়ে দেন আরসিবির আজকের নায়ক রজত পতিদার।

আজ কার্যত দীনেশ কার্তিক মাঠে নামার আগে অবধি দলকে একাই টেনেছেন রজত। বিধ্বংসী ব্যাটিং করেন তিন নম্বরে ব্যাট করতে নামা এই আরসিবি ব্যাটার। মহসিন খান ছাড়া বাকি সমস্ত লখনউ বোলারদের নৃশংসভাবে আক্রমণ করেন তিনি। তার ৫৪ বলের ইনিংসটি সাজানো ছিল ১২ টি চার ও ৭ টি ছক্কা দিয়ে। অপরাজিত ১১২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। অথচ এই আইপিএলের আগে অনুষ্ঠিত মেগা নিলামে ব্রাত্য ছিলেন তিনি। পরে ইনজুরি রিপ্লেসমেন্ট হিসাবে আরসিবি দলে আসেন তিনি। শেষদিকে ২৩ বলে ৩৭ রান করে তাকে কিছুটা সহায়তা করেন দীনেশ কার্তিকও। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ২০৭ রান বোর্ডে তোলে আরসিবি। বোলার নিধন যজ্ঞের মাঝেও নিজের ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ফ্যাফ দু প্লেসিসের উইকেট নেন মহসিন খান।

deepak hooda kl rahul

রান তাড়া করতে নেমে ডি কক এবং মনন ভোরা-কে দ্রুত হারালেও ক্রিজে জমে যান লোকেশ রাহুল। তার সঙ্গে একটি বড় পার্টনারশিপ গড়ে তোলেন দীপক হুডা। শুরুতে কিছুটা সময় নিলেও ১৩ ওভারের পর থেকে আক্রমণ শুরু করেন দুজনেই। কিন্তু পুরোপুরি আক্রমণাত্মক হয়ে ওঠার আগেই ৪৫ রানের ব্যক্তিগত স্কোরে দীপক হুডাকে ফেরান হাসারাঙ্গা। তারপরেও দলকে ম্যাচে রেখেছিলেন রাহুল। কিন্তু ১৯ তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে রাহুলকে ৭৮ এবং ক্রুনালকে ০ রানে ফিরিয়ে দেন হ্যাজেলউড। ম্যাচের ভাগ্য ওখানেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তাও ৪ বলে ১১ রানের একটা ক্যামিও খেলে চেষ্টা করেছিলেন চামিরা। কিন্তু তা যথেষ্ট ছিল না। ১৯৩ রানের বেশি করতে পারেনি লখনউ। ডেথ ওভারগুলিতে দুরন্ত বোলিং করে ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ১ টি উইকেট নেন হর্ষল প্যাটেল। হ্যাজেলউড ৩ উইকেট নিলেও আরসিবির বোলিংয়ের মূল হিরো হর্ষল প্যাটেল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর