কাজে এল না বিরাটের লড়াই, ম্যাচ হেরে হতাশার সুর কোহলির গলায়

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের (IPL) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) এবং দিল্লি ক্যাপিটালস (DC)। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। এরফলে প্রথমে ব্যাটিং করতে আসে দিল্লি ক্যাপিটালস।

ব্যাটিং করতে এসে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনারকে পৃথ্বী শ এবং শিখর ধাওয়ান। পৃথ্বী শ-র 23 বলে 42, ঋষভ পান্তের 25 বলে 37 এবং মার্কাস স্টইনিসের 26 বলে 53 রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে নির্ধারিত 20 ওভার শেষে চার উইকেট হারিয়ে 194 রানে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস।

images 47 8

জবাবে ব্যাট করতে নেমে মাত্র 4 রান করে আউট হয়ে যান বেঙ্গালুরু ওপেনার দেবদত্ত পাডিকেল। তারপরে ব্যক্তিগত 13 রান করে আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ। এছাড়াও নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। সেই সময় দলের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু বিরাট কোহলির একার লড়াইও এইদিন কাজে এলো না। 39 বলে 43 রান করে কাগিসো রাবাডার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন বিরাট কোহলি। বিরাট কোহলি আউট হতেই বাঙ্গালুরুর জয়ের আসা কার্যত শেষ হয়ে যায়। 59 রানে ব্যাঙ্গালুরুকে হারিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। ম্যাচ হেরে বিরাট কোহলির মুখের হতাশার শব্দ শোনা গেল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর