আরসিবি র নতুন কোচ হলেন কাটিচ, ক্রিকেট ডিরেক্টর হলেন হেসন

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক :- প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন কাটিচ হলেন আরসিবি র নতুন কোচ। নতুন কোচ বহাল করার সাথে সাথেই তারা আবার ডিরেক্টর অফ ক্রিকেট পদে আনলেন কিউই কোচ মাইক হেসন কে।

এই পরিবর্তনের ফলেই বিদায় নিলেন কোচ গ্যারি কারটসেন এবং বোলিং কোচ আশিষ নেহেরা।

একটি সাংবাদিক সম্মেলনে আরসিবি জানায়, দলের সমস্ত পারফরম্যান্স এর দ্বায়িত্ব নেবেন কাটিচ এবং হেসন করবেন পরিকল্পনা।

X