RCB বনাম CSK! ধোনির মগজাস্ত্র কি থামাতে পারবে কোহলিকে? নজর রাখুন এই তারকাদের ওপর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলে (IPL 2023) মহারণ। বিরাট কোহলি (Virat Kohli) সমৃদ্ধ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK)। চলতি আইপিএলে দুই দলের অবস্থা কিছুটা একই রকম। ধোনি এবং কোহলি দুজনের দলই এখনো পর্যন্ত চলতি আইপিএলে চারটি ম্যাচ খেলে দুটিতে জয় এবং দুটিতে হারের মুখ দেখেছে। পয়েন্ট টেবিলও এই মুহূর্তে তারা পাশাপাশি অবস্থান করছে। আজকের ম্যাচ তাই দুই পক্ষের কাছেই খুব গুরুত্বপূর্ণ।

গত ম্যাচে চিন্নাস্বামী স্টেডিয়ামে বেশি রান ওঠেনি। তবে সেই ম্যাচটি আয়োজিত হয়েছিল দুপুরে। আজকে চিন্নাস্বামীতে সন্ধ্যার খেলায় ফের একবার হাই স্কোরিং লড়াই দেখতে পাওয়ার আশায় ক্রিকেটপ্রেমীরা। সম্ভবত প্রথমে বোলিং করে নিয়ে রান তাড়া করার সিদ্ধান্তই নেবেন। স্পিনাররা এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে আশা করছেন না কেউই।

আজ চেন্নাই সুপার কিংসের বড় ভরসা হয়ে উঠতে পারেন রুতুরাজ গায়কোয়ার এবং অজিঙ্কা রাহানে। ব্যাঙ্গালোরের ব্যাটিং-বান্ধব উইকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুর দিকে দ্রুত গতিতে রান তোলার দায়িত্ব থাকবে তাদের ওপরে। মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকাও গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক কয়েকটি ম্যাচ বলে দিচ্ছে শেষ দিকে ১০-১৫ রান অতিরিক্ত হলে সেটা কতটা মূল্যবান হয়ে দাঁড়ায়। ব্যাঙ্গালোরের ক্ষেত্রে বিরাট কোহলির উপর দায়িত্ব থাকছে দল যাতে ভালোভাবে ইনিংস শুরু করতে পারে সেটা দেখার। ইনিংসটি যথাযথভাবে ফিনিশ করার দায়িত্ব থাকবে গ্লেন ম্যাক্সওয়েলের ওপর।

সম্ভাব্য আরসিবি একাদশ: ফ্যাফ দু প্লেসিস, বিরাট কোহলি, মহিপাল লোমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ারিন্দু হাসারঙ্গা, হর্ষল প্যাটেল, ওয়েন পার্নেল, মহম্মদ সিরাজ, বিজয় বিশাখ

সম্ভাব্য সিএসকে একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড, অজিঙ্কা রাহানে, আম্বাতি রায়ডু, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিংহ ধোনি, রাজ্যবর্ধন হাঙ্গেরেকর, তুষার দেশপান্ডে, আকাশ সিং

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর