RCB বনাম MI! হিটম্যানের দলের মুখোমুখি চোটে জর্জরিত ব্যাঙ্গালোর! নজর রাখুন এই ৩ তারকার ওপর  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের (IPL 2023) পঞ্চম ম্যাচে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) মুখোমুখি হতে চলেছে ট্রফি না জিতেও আইপিএলের সবচেয়ে জনপ্রিয় দল হিসাবে পরিচিতি পাওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বৈরথ প্রত্যক্ষ করার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

দুই দল আইপিএলের ইতিহাস ও মুখোমুখি হয়েছে মোট ৩০ বার। এর মধ্যে বিরাট কোহলির দল জয় পেয়েছেন মাত্র ১৩ বার। মুম্বাই ইন্ডিয়ান্স ১৭ বার এই বিশেষ প্রতিপক্ষকে পরাস্ত করতে সমর্থ হয়েছে। আজকের ম্যাচেও কিছুটা এগিয়ে শুরু করবে মুম্বাই। কারণ চোটের জন্য একাধিক তারকা আজ আরসিবি জার্সিতে নামতে পারছেন না।

নজর কাদের ওপর?
আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদবের সকলেই বাজি ধরতে চাইবেন। গত এক বছর ধরে টি-টোয়েন্টি ফরম্যাটে স্বপ্নের ছন্দে রয়েছেন তিনি। আরসিবির মূল ভরসা তাদের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ক্রিকেটার বিরাট কোহলি। এছাড়া বাঁ-হাতি তারকা ব্যাটার ব্রেসওয়েলকে নিয়েও আশায় বুক বাঁচতে চাইবেন আরসিবি সমর্থকরা। চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হওয়ায় বড় রানের ম্যাচের আশাই করছেন ভক্তরা।

আরসিবি সম্ভাব্য একাদশ: ফ‍্যাফ দু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, সুয়াশ প্রভুদেসাই, মহিপাল লোমরর, গ্লেন ম্যাক্সওয়েল, মাইকেল ব্রেসওয়েল, শাহবাজ আহমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রিস টপলি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ

মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড, হৃতিক শোকিন, কুমার কার্তিকেয়া, জোফ্রা আর্চার, আর্শাদ খান, জেসন বেহরেনডর্ফ

 

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর