ফাফ ডু প্লেসিসকে ছেড়ে দেবে বেঙ্গালুরু, কারণ জানলে অবাক হবেন?

আইপিএলের পরের মরসুম উত্তেজনা পূর্ণ হবে বলে মনে করছে দর্শকরা। আসলে, এবার আসন্ন মরশুমের আগে একটি মেগা নিলামের আয়োজন করা হবে। এমন পরিস্থিতিতে অনেক খেলোয়াড় এক দল থেকে অন্য দলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। মেগা নিলামের আগে সব দলকে তাদের ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। এর আগে বড় খবর বেরিয়েছে আরসিবি শিবির থেকে। বলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক ফাফ ডু প্লেসিস, তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল এবং ক্যামেরন গ্রিনকে ছেড়ে দিতে পারে তারা।

আইপিএলের নিয়ম অনুসারে, মেগা নিলামের আগে, সমস্ত দলকে মাত্র চারজন খেলোয়াড় রাখার অনুমতি দেওয়া হয়। তবে এবার খেলোয়াড়দের ধরে রাখার সংখ্যা বাড়বে বলে খবর রয়েছে। আইপিএল ২০২৫-এর জন্য, সমস্ত দল চারজনের পরিবর্তে ছয়জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। এমন পরিস্থিতিতে জেনে নিন কোন খেলোয়াড়দের ধরে রাখতে পারে আরসিবি।

   

Faf Du Plessis

ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে (Faf Du Plessis) ছেড়ে দিতে পারে

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই অবসর নিয়েছেন ফাফ ডু প্লেসিস। তিনি এখন খুব কম ক্রিকেট খেলেন। এমন পরিস্থিতিতে তাঁর বয়স বিবেচনা করে আসন্ন মৌসুমের আগে তাঁকে ছেড়ে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত মৌসুমে গ্লেন ম্যাক্সওয়েলের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। ম্যাক্সওয়েল ২০২৪ সালের আইপিএলে ব্যাট হাতে খারাপভাবে ফ্লপ করেছিলেন।

আইপিএল ২০২৪ এর আগে আরসিবি মুম্বই ইন্ডিয়ান্সের সাথে ক্যামেরন গ্রিনকে লেনদেন করেছিল। তিনি মোটা অঙ্কের জন্য এসেছিলেন। গত মৌসুমে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি সবুজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী তাঁকে ছেড়ে দিতে চলেছে আরসিবি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার উইল জ্যাকস, মিডল অর্ডার ব্যাটসম্যান রজত পতিদার এবং ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ, যশ দয়াল এবং বিজয় কুমার বৈশাখকে আইপিএল ২০২৫-এর জন্য ধরে রাখবে। তবে, যদি মাত্র চারজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেওয়া হয়, তবে ফ্র্যাঞ্চাইজি বিরাট কোহলি, রজত পতিদার, মহম্মদ সিরাজ এবং যশ দয়ালকে ধরে রাখতে পারে।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর