লাগবেনা রিচার্জ! নেটওয়ার্ক ছাড়াই হবে চ্যাটিং, WhatsApp-কে টক্কর দিতে আসছে RCS

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে, ইনস্ট্যান্ট ম্যাসেজিংয়ের জন্য সমগ্র বিশ্বজুড়েই WhatsApp সবথেকে বেশি ব্যবহৃত হয়। ২০০ কোটিরও বেশি মানুষ WhatsApp ব্যবহার করে থাকেন। তবে, WhatsApp একটি জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হিসেবে বিবেচিত হলেও এবার এই প্ল্যাটফর্ম কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে চলেছে। কারণ, ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য এবার একটি নতুন প্ল্যাটফর্ম এসেছে। যেটি WhatsApp-কে কঠিন প্রতিযোগিতার সম্মুখীন করবে।

জানিয়ে রাখি যে, WhatsApp-এর সাথে টক্কর দিতে Google একটি নতুন প্ল্যাটফর্ম RCS সামনে এনেছে। এদিকে, Google-এর RCS-কে Apple-এর iMessage-এর সাথে তুলনা করা হচ্ছে। RCS-এর ফুল ফর্ম হল Rich Communication Services। যেটি একটি সম্পূর্ণ ভিন্ন কমিউনিকেশন সার্ভিস।

   

RCS is coming to take on WhatsApp.

কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে WhatsApp: আগামী দিনে, RCS Apple-এর iMessage এবং Meta-র WhatsApp-কে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন করতে পারে। জানিয়ে রাখি যে, আপনি RCS-এর মাধ্যমে মেসেজ পাঠাতে পারেন। শুধু তাই নয়, সেই মেসেজে ইমোজি এবং মাল্টিমিডিয়াও ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন: চিনের দাদাগিরি কমাতে ভরসা ভারত! এবার এই দেশ হাতে পেল মারক “ব্রহ্মোস” মিসাইল

এমতাবস্থায় সামগ্রিকভাবে RCS হল কমিউনিকেশনের একটি স্মার্ট উপায়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আপনি যদি RCS ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি মোবাইল নেটওয়ার্ক ছাড়াই বার্তা পাঠাতে পারবেন। যদিও এর জন্য আপনার অবশ্যই একটি WiFi সংযোগ থাকতে হবে।

আরও পড়ুন: গোবর থেকে তৈরি কংক্রিট! গ্রীষ্মকালে ঘর হবে AC-র মতো ঠান্ডা! নয়া সৃষ্টি IIT-র গবেষকদের

অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফিচার্স RCS-এ উপলব্ধ হবে: জানিয়ে রাখি, RCS-এ ব্যবহারকারীরা, WhatsApp, Messenger-এর মতো ফিচার্স পেতে চলেছেন। এদিকে, আপনি যখনই RCS-এ চ্যাট করবেন, তখন অন্য দিকের ব্যবহারকারীর উদ্দেশ্যে “Typing” শো হবে। শুধু তাই নয়, যদি অন্য ব্যবহারকারী আপনার মেসেজ পড়ে নেন, সেক্ষেত্রে আপনি Read অপশনও দেখতে পাবেন। বর্তমানে এটি অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য চালু করা হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর