‘আসল মাল তো আমরা, কে কী চেয়ারে বসবে, আমরাই ঠিক করে দেব’, সব ‘ফাঁস’ করে দিলেন ত্বহা সিদ্দিকী

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর বিধানসভা নির্বাচন (Assembly Election)। এখন থেকেই তড়তড়িয়ে চড়ছে রাজনীতির পারদ। পায়ের তলার মাটি শক্ত করতে ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। শাসক-বিরোধী সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। এমনই সময় ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা (Taha Siddique) সিদ্দিকীর দাবি, কে কী চেয়ারে বসবেন, সেই সিদ্ধান্ত তাঁরাই নেবেন।

ঠিক কী বললেন ত্বহা সিদ্দিকী? Taha Siddique

পীরজাদা বলেন, “একটা জিনিস আমি বলি, শুভেন্দু অধিকারী কী করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন, অধীর চৌধুরী কী করছেন, এটা বাংলার মানুষ দেখবেন না। আমাদের কোটি কোটি ভক্তদের একটা নির্দেশ দিচ্ছি, যারা মানুষের পাশে থাকবে, যারা উন্নয়ন করবে, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গর্জে উঠবে, তাদের পাশে আমরা ছিলাম, ভবিষ্যতেও থাকব।”

এরপরই তার মুখে উঠে আসে শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীরদের নাম। ত্বহা সিদ্দিকী বলেন, “হুমায়ুন কবীর ও শুভেন্দু অধিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা কে কী বলছেন, তাদের ছেঁড়াছেঁড়ি করতে দিন। আসল মাল তো আমরা। ওরা দু’জনে কে কী চেয়ারে বসবে, সেটা তো আমরা ঠিক করে দেব। শেষে কে কোথায় বসবে সেই সিদ্ধান্ত আমরা নেব, কে চেয়ারে বসবে। আমরা ভাল মানুষ বেছে নেব।”

আরও পড়ুন: জমি-বাড়ির দলিলের সার্টিফায়েড কপি এবার অনলাইনে, নয়া নিয়ম চালু করল রাজ্য

1664202544 snehashis

আরও পড়ুন: বাতিল হয়ে গেল ‘শাহী’ সফর! কেন বাংলায় আসছেন না অমিত শাহ? জানা গেল ‘আসল’ কারণ

পীরজাদার এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এদিকে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই বিষয়ে বলেন, “বিজেপি, সিপিএম প্রতিদিন তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছে। সেই দলগুলির সঙ্গে যারা গলা মেলাচ্ছে, তাদের মন্তব্যের উত্তর দেওয়ার কোনও প্ৰয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব দেখছে। তারা সব জানে।” যদিও পীরজাদার নাম নেননি মন্ত্রীমশাই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর