রাজীব মুখার্জী, হাওড়া
নিজের হাতে হনুমান চল্লিশার বই উপস্থিত ভক্তদের মধ্যে আজ বিলি করলেন ইশরাত জাহান। ধর্মে মুসলিম হলেও আজ মঙ্গল বার হাওড়ার ডবসন রোডে হনুমান মন্দিরের সামনে রাস্তায় বসে হনুমান চল্লিশা পড়লেন বিজেপির যুব মোর্চার এই নেত্রী। তার উপস্থিতিতে ছিল সর্ব ধর্ম সম্প্রতি ও সৌহার্দ্য এর বার্তা। তার উপস্থিতি তেই আজ মঙ্গল বার হাওড়া এসি মার্কেটের সামনে রাস্তায় বসে হনুমান চল্লিশার পাঠ শুরু করার আগে, পুলিশ গোটা রাস্তা জুড়ে হনুমান চল্লিশা পাঠ করতে দিতে আপত্তি জানায়। পুলিশের তরফ থেকে রাস্তার মাঝে গার্ড রেল দিয়ে দু ভাগ করে দেওয়া হয়। রাস্তার একদিকে বসে হনুমান চল্লিশা পাঠ করতে বলে। এতে উপস্থিত বিজেপি সমর্থিত হনুমান ভক্তরা উত্তেজিত হয়ে ওঠে।
পুলিশের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এরপরে তারা পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়। কয়েকজন কে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির তরফ থেকে। বিজেপির দাবি এই ঘটনা প্রমান করে হিন্দুদের ধর্মীয় আচরণে হস্তক্ষেপ করছে পুলিশ প্রশাসন।
উপস্থিত বিজেপির রাজ্য নেতা উমেশ রাই বলেন ডবসন রোড যেমন গুরুত্বপূর্ণ রাস্তা ঠিক তেমনি পিলখানার জিটি রোড একই গুরুত্বপূর্ণ রাস্তা। যদি পুলিশ প্রশাসনের সাহস থাকে তাহলে আগামী শুক্রবার রাস্তা বন্ধ করে নামাজ পড়া বন্ধ করে দেখাক। তিনি পুলিশ প্রশাসনকে খোলা চ্যালেঞ্জ করেন।