করোনা আতঙ্ক: মসজিদের পরিবর্তে বাড়িতে নামাজ পড়ছেন মুম্বাইয়ের মুসলিমরা

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা (corona virus) নিয়ে সারা বিশ্বে যেন ত্রাহি ত্রাহি রব রব। আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ। বেশীভাগ মানুষ বাড়ি থেকে বেরোতে চাইছে না। প্রায় সব কিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি হয়েছে। আর এই ভাইরাসের কারণে, মুম্বাইয়ের (mumbai) অনেক মসজিদ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে নামাজের আগে হাউজে ওজু করা নিষেধ করেছে। ভাসাই-বিরর এলাকায়, পৌর কর্তৃপক্ষ মসজিদে না এসে ঘরে বসে নামাজ পড়ার আবেদন করেছে।

একজন আলেম বলেছেন যে শহরের অনেক মসজিদ কার্পেট (ম্যাট) সরিয়ে ফেলেছে যাতে প্রতিটি নামাজের আগে মেঝে ভালভাবে পরিষ্কার করা যায়। অনেক মসজিদ হাউজে ওয়াজু করার পরিবর্তে নলের জল থেকে ওয়াজু করার জন্য জনগণকে আবেদন করেছে।

কিছু মৌলভী বলেছিলেন যে নামাজি বাড়ি থেকে ওজু করে মসজিদে আসতে পারেন। মাহিম জামে মসজিদের ট্রাস্টি ফরহাদ খলিল বলেছেন, “লোকদের নামাজ পড়তে মসজিদে আসতে পরামর্শ দেওয়া হয়েছে এবং ঘরে বসে সুন্নাত ও নাফিলও পড়তে পারবেন।”

 

সম্পর্কিত খবর

X