বার্ষিক আয় ৬৪ লক্ষ টাকা! সবাইকে তাক লাগিয়ে চাকরির জন্য বিদেশ পাড়ি এই কৃষক কন্যার

বাংলাহান্ট ডেস্ক : নিজের কাছে নিজে প্রতিজ্ঞা করেছিলেন, এক দিন তিনিও আকাশে উড়বেন। এদিকে, বাবা-মা সকলেই যুক্ত চাষবাসের সাথে। তাই ছোটবেলা থেকে স্বাভাবিকভাবেই মাটির কাছাকাছি বড় হয়েছিলেন তিনি। কিন্তু তার চোখে ছিল স্বপ্ন। স্বপ্ন ছিল পড়াশোনা করে নিজেকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়। সেই স্বপ্নই এবার সত্যি হল এক কৃষক কন্যার (Farmer’s Daughter)।

উচ্চশিক্ষা লাভ করে সে এখন পৌঁছেছে বিদেশের মাটিতে। ২২ বছর বয়সী বিদুষী রাম্যা আর তামিলনাড়ুর (Tamilnadu) সালেমের সক্করাচেত্তিপত্তি গ্রামের বাসিন্দা। তার বাবা-মা দুজনেই যুক্ত কৃষিকাজের সাথে। যে গ্রামে বিদুষীর বাড়ি সেখানকার অধিকাংশ মহিলাই উচ্চ শিক্ষিত নন। নারী শিক্ষার গুরুত্ব বুঝে তাই বিদুষী অদম্য ইচ্ছা শক্তিকে আশ্রয় করে চালিয়ে গিয়েছেন পড়াশোনা।

স্কুলের গণ্ডি পার করে সাহিত্য নিয়ে তামিলনাড়ুর নামাক্কালের একটি কলেজে ভর্তি হন বিদুষী। এর সাথে সাথে তিনি পড়াশোনা করছিলেন মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে পড়াশোনার আগ্রহ থাকায় তিনি এমবিএ প্রবেশিকা পরীক্ষায় বসেন। এরপর সুযোগ পেয়ে তিনি তামিলনাড়ু থেকে উড়িষ্যায় যান ম্যানেজমেন্ট পড়ার জন্য। পড়াশোনা শেষ করার আগেই তিনি বিদেশে চাকরির সুযোগ পান।

Ramma R

এরপর তিনি কাজের সুযোগ পান সিঙ্গাপুরের একটি আন্তর্জাতিক ভোগ্যপণ্য সংস্থায়। সূত্রের খবর তার বার্ষিক বেতন বর্তমানে ৬৪.১৫ লক্ষ টাকা। এই মাসেই বিদুষী রাম্যা পাড়ি দিয়েছেন নাইজেরিয়া। বিদুষী রাম্যা জানিয়েছেন, “আমার গ্রামের কোনও মেয়ে এর আগে পড়াশুনার জন্য গ্রামের বাইরে যায়নি। আমাকে দেখে যদি একজনও পড়াশুনার জন্য এগিয়ে আসে তাহলে আমার স্বপ্ন স্বার্থক।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর