করোনা মৃতের দেহ নিজেই ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছেন রিয়েল হিরো ডাক্তার, নেটদুনিয়ায় ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ করোনার আবহে স্যোশাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও (Viral video) দেখতে পাওয়া গেছে। কখনও মজাদার ভিডিও দেখে হেসেই খুন নেটপাড়ার বাসিন্দারা, তো আবার কখনও বেদনা দায়ক ভিডিও দেখে চোখের জল মুছেছেন অনেকেই। তবে এবার এক ভাইরাল ভিডিও মারফত এক ডাক্তারকে কুর্নিশ জানালেন নেট বাসিন্দারা।

করোনা মৃতের অমর্যাদা
সমগ্র বিশ্ব জুড়েই বাড়ছে করোনা সংক্রমণের হার। মৃতের তুলনায় সুস্থতার হার বেশি থাকলেও, আক্রান্ত মানুষের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এই সময় সবথেকে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে মৃত দেহ সৎকারের ক্ষেত্রে। অনেক সময় দেখা যাচ্ছে সংক্রমণের ভয়ে করোনা মৃতের শেষকৃত্য করতে রাজি নয় তাঁর পরিবারের লোকজন। আবার অনেক ক্ষেত্রে এমনটাও দেখা গেছে, করোনা মৃত সন্দেহে অ্যাম্বুলেন্স পর্যন্ত দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

doctro 56

মানবিক চিকিৎসক
বিভিন্ন রকম অমানবিক দৃষ্টান্ত বহুবার স্যোশাল মিডিয়ার পর্দায় উঠে এসেছে। তবে এবার এক নজির বিহীন কাজ করে দেখালেন তেলঙ্গানার পেদপল্লী জেলার হাসপাতালের ডাক্তার ডঃ পেন্ডাল্যা শ্রীরাম। নিজেই করোনা মৃতের দেহ ট্রাক্টারে করে শ্মশানে নিয়ে গেলেন শেষকৃত্যের জন্য। এই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ পেতেই সকলেই কুর্নিশ জানালেন চিকিৎসককে।

কুর্নিশ ডাক্তারকে
ডঃ পেন্ডাল্যা শ্রীরাম জানিয়েছেন, গত ১০ ই জুলাই করোনা পজেটিভ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। কিন্তু গত ১২ ই জুলাই তাঁর শারীরিক অবস্থার অবন্নতির কারণে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হওয়ায়, হাসপাতালের তরফ থেকে দেওয়া মৃতদেহ বাহক ট্রাক্টরের ড্রাইভার যেতে নারাজ হয়।

মৃতের পরিবার চিন্তায় পড়ে যায় এবং দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা কিছুতেই যেতে রাজি হয় না। তাই কোন পথ না পেয়ে চিকিৎসক নিজেই পিপিই কিট পরিহিত অবস্থায় করোনা মৃতের দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যান। এই ঘটনার ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সকলেই বাহবা দিতে থাকে ডাক্তারকে।


Smita Hari

সম্পর্কিত খবর