বড় চমক ব্রাজিল ভক্তদের জন্য! রিয়াল মাদ্রিদকে UCL জেতানো কোচ এবার দায়িত্ব নেবেন নেইমারদের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ বিশ্বকাপের (Qatar World Cup 2022) পর ব্রাজিলের (Brazil) সিনিয়র জাতীয় ফুটবল দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচ টিটে (Tite)। তাহলে কোচিংয়ে ব্রাজিলের অর্জন বলতেছিল একটি মাত্র কোপা আমেরিকা। এছাড়া দুটি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে সমর্থকদের হতাশ করেছে ব্রাজিল। তাই এই বিশ্বকাপের পর ব্যর্থতার দায় নিয়ে সরে গিয়েছিলেন তিনি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গিয়েছিল ব্রাজিল। চোখের জলে ভেসে মাঠ ছেড়ে ছিলেন নেইমাররা। তারপর থেকেই জল্পনা চলছিল যে এই প্রতিভায় ভরপুর ব্রাজিলিয়ান ফুটবল দলের পরবর্তী কোচ কে হতে পারে। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। জানা গেল যে এই ফুটবল মরশুম শেষ হওয়ার পর থেকে কে নিতে চলেছেন ব্রাজিলের দায়িত্ব।

modric vs brazil

ইএসপিএন ব্রাজিলের রিপোর্ট থেকে জানা গিয়েছে যে রিয়াল মাদ্রিদকে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কার্লো আনসেলোত্তি (Carlo Ancelotti) ২০২৩-এর জুলাই থেকে ব্রাজিল সিনিয়র দলের দায়িত্ব নিতে চলেছেন। রিয়াল মাদ্রিদের পাশাপাশি জুভেন্টাস, নাপোলি, এভার্টন, চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলিতে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। রিয়াল ছাড়াও এসি মিলানের মতো ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি।

আনসেলোত্তি বরাবর নিজের দলকে আগ্রাসী ফুটবল খেলাতে পছন্দ করেন। তিনি নিজের ক্যারিয়ারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সার্জিও র‍্যামোস, জুলাটান ইব্রাহিমোভিচ, রিকার্ডো কাকা, রবার্ট লেওয়ানডোস্কি, দিদিয়ের ড্রোগবা, জন টেরির মতো তারকা ফুটবলারদের সামলেছেন এবং কখনোই তার সঙ্গে কোন বড় তারকা ফুটবলারের সম্পর্ক খারাপ হয়েছে এমনটা শোনা যায়নি। এই মুহূর্তে ব্রাজিলিয়ান দলের এমন একজনকেই প্রয়োজন।

ব্রাজিল এর পরে কোনও বড় প্রতিযোগিতা খেলবে ২০২৪ সালে। কোপা আমেরিকার শিরোপা দখল করতে মাঠে নামবে সাম্বা ব্রিগেড। তার আগে ইতালিয়ান কোচ এক বছর সময় পাবেন দলকে নিজের মতো করে তৈরি করে নেওয়ার। তবে এই মুহূর্তে যেহেতু তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তাই এই মরশুম শেষ না হওয়া পর্যন্ত কোচ বা দেশের ফুটবল ফেডারেশন কোন পক্ষই এই বিষয়ে অফিসিয়াল কোন ঘোষণা করবে না। ব্রাজিল ফুটবল ফেডারেশন তাই এই কথা প্রকাশ্যে আসার পর অফিসিয়াল পোস্ট করে জানিয়েছে যে কোনও কিছুই চূড়ান্ত নয়। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদকে নিয়ে ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার লড়াইয়ে ব্যস্ত রয়েছেন কার্লো আনসেলোত্তি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর