বেনজেমা-ভিনিসিয়াস জুটির দুরন্ত পারফরম্যান্স! ক্যাম্প ন্যু-তে বার্সাকে উড়িয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ স্প্যানিশ সুপার কাপ ফাইনাল, কোপা দেল রে-এর প্রথম পর্ব এবং লা লিগার দ্বিতীয় সাক্ষাৎ। চলতি বছরে বার্সেলোনার (FC Barcelona) কাছে তিনবার এল ক্লাসিকোয় (EL Classico) হারের মুখ দেখেছিল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। তাই গতকাল রাতে যখন কোপা দেল রে-এর দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন‍্যু-তে মাঠে নেমে ছিলেন টনি ক্রুসরা, তখন রিয়াল মাদ্রিদ ভক্তরা কিছুটা চিন্তাতেই ছিলেন। কিন্তু যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে বার্সেলোনাকে উড়িয়ে দিয়ে কোপা দেল রে-এর ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ।

কাল চোটের কারণে ফ্র্যাঙ্কি ডি জং, পেদ্রি, ডেমবেলের মতো তারকা ফুটবলারদের পাননি জাভি। আর সেই সুযোগ পুরোপুরি কাজে লাগায় রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের প্রথম ভাগে অবশ্য বার্সেলোনাকেই বেশি বিপজ্জনক মনে হচ্ছিলো। কিন্তু একদম শেষ লগ্নে রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া বার্সার তারকা স্ট্রাইকার লেওয়ানডোস্কির একটি শট দুর্দান্ত ভাবে সেভ করেন এবং সেই লুজ বল ধরে তৈরি হওয়া প্রতিআক্রমণে গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ব্রাজিলের তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

   

vini benz

যদিও প্রথম পর্বের খেলায় রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে বার্সেলোনার কাছে ১-০ ফলে হেরেছিল। তাই ভিনিসিয়াসের এই গোল দুই দলকে সাম্যবস্থায় নিয়ে আসে। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে লুকা মদ্রিচের ঠান্ডা মাথার পাস থেকে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেনজেমা। এর ৮ মিনিট পর পেনাল্টি বক্সের ভেতরে ভেনিসিয়াসকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ এবং সেখান থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দেন বেনজেমা।

অনেকটা সময় বাকি ছিল এবং দুই গোল করলেই বার্সেলোনা প্রত্যাবর্তন করতে পারবে তাই তারা চেষ্টাও করছিল। কিন্তু রিয়ালের বেলজিয়ান গোলরক্ষককে খুব বেশি কঠিন পরীক্ষার মুখোমুখি করতে হয়নি। ম্যাচের ৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের তৈরি করা একটি দুর্দান্ত মুভ থেকে গোল করে নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন বেনজেমা। বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১৬ গোল করা হয়ে গেল তার। ঘরের মাঠে ৪-০ ফলে লজ্জার হারের সম্মুখীন হয় কিউলরা।

কাল ম্যাচে একাধিকবার মেজাজ হারিয়েছেন ফুটবলাররা। মেজাজ হারিয়ে ভিনিসিয়াস বার্সেলোনা সাইড ব্যাক আরূহোর সাথে হাতাহাতিতেও জড়িয়ে ছিলেন। মেজাজ নষ্ট করে হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার গাভীও। তবে বার্সেলোনা এই হারে খুব বেশি বিচলিত হবে না কারণ লা লিগায় এখনও তারা ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের থেকে। তবে রিয়েল মাদ্রিদের কাছে এটা খুব বড় সুযোগ প্রায় দশ বছর পরে কোপা দেল রে ট্রফি জেতার। ফাইনালে তারা মুখোমুখি হবে খাতায় কলমে বেশ কিছুটা দুর্বল ওসাসুনার।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর