এক ম্যাচ বাকি থাকতেই লা-লিগা জিতে নজির গড়ল রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ভিয়া রিয়ালকে হারিয়ে জিনেদিন জিদানের হাত ধরে ফের লা লিগা জিতল রিয়াল মাদ্রিদ। দুই মরশুম পর লা লিগা ঘরে তুলল জিদানের রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার ঘরের মাঠে ভিয়া রিয়ালকে হারাতে পারলেই লা লিগা চ্যাম্পিয়ন হয়ে যেত রামোসরা। এই সুযোগকেই কাজে লাগিয়ে ভিয়া রিয়ালকে 2-1 ব্যবধানে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

এক ম্যাচ বাকি থাকতেই লা লিগা জিতে নজির গড়লো করিম বেঞ্জামারা। রিয়ালের জয়সূচক দুটি গোলই করেন করিম বেঞ্জামা। এই ফরাসি স্ট্রাইকার লা লিগার সর্বোচ্চ গোলদাতার দৌড়ে মেসির পরই থাকলেন।

IMG 20200717 182420

করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরেই এক অন্য রিয়াল মাদ্রিদকে দেখতে পায় বিশ্ব ফুটবল। পরপর টানা দশ ম্যাচ জিতে লা লিগা চ্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ। এই নিয়ে 34 বার লা লিগা ঘরে তুলল রিয়াল মাদ্রিদ। লা লিগা জেতার পর রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানের লক্ষ্য এবার চ্যাম্পিয়ন্স লিগ।


Udayan Biswas

সম্পর্কিত খবর