“ব্রাজিল ফেভারিট, আমরা জিতলে সেটা অঘটন”, বিশ্বকাপে মাঠে নামার আগে মন্তব্য জার্মান ডিফেন্ডারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২ কাতার বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জার্মানি। চোটের জন্য মার্কো রয়েস, টিমো ওয়ার্নারের মতো তারকা ফরোয়ার্ডদের কাতারে নিয়ে যেতে পারছেন না জার্মানির নতুন কোচ হ্যান্সি ফ্লিক। কিন্তু তাদের জন্য খুব একটা সমস্যা হবে না জার্মানির। যথেষ্ট স্কোয়াড ডেপথ নিয়েই কাতারের মাটিতে পা রাখবেন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

কিন্তু তা সত্ত্বেও নিজেদেরকে বিশ্বকাপের জন্য ফেভারিট মনে করছেন না জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। তার মতে জার্মানি যদি ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে যায়, তাহলে সেটা একটা অঘটন হবে। ২০১৮ সালে জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার মাঠে নামা এই ফুটবলার বর্তমানে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের সদস্য স্পষ্ট করে জানিয়েছেন যে কেন তিনি নিজেদের ফেভারিট হিসাবে দেখছেন না।

চারবার বিশ্বজয়ী দেশের তারকা ডিফেন্ডার বলেছেন, “আমি মনে করি, জার্মানিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। নিজেদের দিনে আমরা বিশ্বের যে কোনও প্রতিপক্ষকে হারিয়ে দিতে পারি। কিন্তু আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আমি এইটুকু বলতে পারি যে আমরা ফেভারিট নই, যদি আমরা বিশ্বকাপ জিতি, তাহলে সেটা অবাক হওয়ার মতন একটা ব্যাপার হবে। আমার মতে ব্রাজিল বিশ্বকাপের আগে সবচেয়ে ভালো ফর্মে রয়েছে। তাদের ট্রফি জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি।”

আসন্ন বিশ্বকাপে গ্রূপ অফ ডেথে রয়েছে জার্মানিরা। তাদের সঙ্গে রয়েছে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন, এশিয়ান ফুটবল পাওয়ার হাউস জাপান এবং জায়ান্ট কিলার কোস্তারিকার মতো দেশ। ২০১৪ সালে বিশ্বজয়ী হওয়ার পর ২০১৮ বিশ্বকাপে সাউথ কোরিয়ার কাছে হেরে গ্রূপপর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। তার ওপর চলতি বছরে ৮টি ম্যাচ খেলে তার মধ্যে মাত্র দুটি ম্যাচ জিততে পেরেছে তারা।

তাই গ্রূপ অফ ডেথের বাঁধা কাটিয়ে তারা বিশ্বকাপে কতদূর অগ্রসর হবে সেই নিয়ে সত্যিই সন্দেহ থাকছে। ১৬ই নভেম্বর ওমানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে ২৩ শে নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ নাগাদ জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে জার্মানি। তাদের বিজয়ী হওয়া নিয়ে সন্দেহ প্রকাশ করলেও রুডিগার গ্রূপের বাকি দলগুলিকে সাবধানবাণী শুনিয়ে বলেছেন যে প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা দাঁতে দাঁত চেপে লড়াই করবেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর