ভুলে যান iPhone, ভারতে এল DSLR-র মতো ক্যামেরাওয়ালা সস্তার স্মার্টফোন! ফিচার্স অবাক করবে

বাংলা হান্ট ডেস্ক: স্মার্টফোনের (Smartphone) দুনিয়ায় দারুণ সাড়া ফেলেছে রিয়েলমির ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত ফোনটি। আপার-মিড বাজেট সেগমেন্ট-এর স্মার্টফোনেও যে এত হাই স্পেসিফিকেশনের ক্যামেরা থাকতে পারে, তা কল্পনাতীত। অনেকে তো এটাও বলছেন যে, শুধুমাত্র ক্যামেরার জোরেই আইফোনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে রিয়েলমির এই মডেল।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই রিয়েলমি ১০ প্রো সিরিজের দুটি স্মার্টফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে। ফোন দুটি হল যথাক্রমে, রিয়েলমি ১০ প্রো ও রিয়েলমি ১০ প্রো প্লাস। অনেকেই এই ফোন দুটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। জানিয়ে রাখি, আজকেই আজ রিয়েলমি ১০ প্রো প্লাসের প্রথম সেল।

এর আগে এই হ্যান্ডসেটটি লঞ্চ হয়েছিল চীনে। আর এবার চলে এল ভারতীয় বাজারেও। জনপ্রিয় ই কমার্স সাইট ফ্লিপকার্টে গেলেই পেয়ে যাবেন শখের ফোন রিয়েলমি ১০ প্রো প্লাস। ফোনটির ক্যামেরা থেকে ডিসপ্লে সবকিছুই এককথায় অসাধারণ। পাশাপাশি রিয়েলমির এই নতুন ফোনে রয়েছে সিমেট্রিকাল বেজেল।

এইমুহুর্তে রিয়েলমি ১০ প্রো প্লাসের দুটি ভেরিয়েন্ট বাজারে উপলব্ধ। ৬ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। তবে ব্যাঙ্ক অফারে আপনি এটি পেয়ে যাবেন ২২,৯৯৯ টাকায়। এদিকে ৮ জিবি + ১২৮ জিবি ভেরিয়েন্টটির দাম ২৭,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। ব্যাঙ্ক অফারে আপনি এটি পেয়ে যাবেন ২৩,৯৯৯ টাকায়। এইমুহুর্তে হাইপারস্পেস গোল্ড, ডার্ক ম্যাটার এবং নেবুলা ব্লু এই তিনটি রঙে উপলব্ধ রয়েছে ফোনটি।

realme 10 pro 5g with box

সাথে পেয়ে যাবেন, ৬.৭ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে। যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ হার্জ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ১০৮০ প্রসেসর। ক্যামেরার কথা বললে, এতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার একটি ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। এদিকে ব্যাটারির কথা বললে ৫০০০ এমএএইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর