বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই রীতিমতো গর্জে উঠেছে ভারত। ইতিমধ্যেই এই হামলায় পাক (Pakistan) জঙ্গি সংগঠনের যুক্ত হওয়ার খবর মিলেছে। এমতাবস্থায়, পাকিস্তানের সাথেও ভারতের সম্পর্ক যথেষ্ট প্রভাবিত হয়েছে। শুধু তাই নয়, পড়শি দেশের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই পাকিস্তানের বালোচিস্তানে অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে বালোচ লিবারেশন আর্মি তথা BLA।
পাকিস্তানের (Pakistan) চিন্তা বাড়াচ্ছে BLA:
সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে একের পর এক রক্তক্ষয়ী হামলা চালিয়েছে তারা। তবে, এবার বালোচ লিবারেশন আর্মির IED বিস্ফোরণে প্রাণ হারালেন পাকিস্তানের (Pakistan) ৭ জন সেনা কর্মী। যাঁদের মধ্যে একজন স্পেশাল অপারেশন কমান্ডার রয়েছেন বলেও জানা গিয়েছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী খবর মিলেছে আমির পোস্ট এবং আলি খান বেসের মধ্যবর্তী অংশে পাক সেনার একটি গাড়িকে টার্গেট করা হয়। আর ওই বিস্ফোরণেই নিহত হন ৭ জন। সেনা কর্মী নিহত হওয়ার পাশাপাশি আরও ৫ জন সেনা কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।
আরও পড়ুন: বুধবার দেশজুড়ে মক ড্রিল! ব্ল্যাকআউট হলে ইডেনে কীভাবে খেলা হবে KKR-CSK ম্যাচ?
জানিয়ে রাখি যে, গত শুক্রবার রাতেই বালোচিস্তানের কালাত জেলার মাঙ্গোচর শহরে, বালুচ লিবারেশন আর্মির ক্যাডার ডেথ স্কোয়াড সেখানকার বেশ কয়েকটি সরকারি ভবন দখল করে আগুন ধরিয়ে দেয়। এই সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়। ওই ভিডিওগুলিতে, বিদ্রোহীদের সরকারি ভবনগুলির নিয়ন্ত্রণ নিতে এবং পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। এছাড়াও, বিদ্রোহীরা কোয়েটা করাচি হাইওয়ে অবরোধ করে এবং ওই হাইওয়ে দিয়ে যাওয়া যানবাহনগুলিতে তল্লাশি চালায়।
আরও পড়ুন: “টুকরো টুকরো হবে ভারত”, দিল্লি দখলের অঙ্গীকারে একসাথে হাত মেলাল লস্কর-জইশ-হামাস
এছাড়াও, সেনা ক্যাম্পে আক্রমণের পাশাপাশি কোট ল্যাঙ্গভ এলাকায় একটি লেভি চেকপোস্টে বাইকে চেপে হামলাকারীরা গুলি চালালে একজন আধিকারিক নিহত হন। আরও কিছু হামলার ঘটনা সামনে আসে। যেগুলির রেশ কাটতে না কাটতেই ফির পাকিস্তানি সেনার ওপর হামলা চালাল বালোচ লিবারেশন আর্মি।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: