প্রাপ্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন দাবি করলেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মহেন্দ্র সিং ধোনির কামব্যাক কঠিন হয়ে গেল। আজহারউদ্দিন মনে করেন এই কাজটা কঠিন হওয়ার কারণ হল দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে এতদিনের গ্যাপটাই ধোনির কামব্যাকের পথে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন আজহারউদ্দিন।
2019 সালে ওয়ানডে বিশ্বকাপের সেমি ফাইনালে শেষবার আন্তর্জাতিক জার্সি গায়ে মাঠে নেমেছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর থেকে দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে সরে রয়েছেন ধোনি। এমন পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন এবার আইপিএলে চেন্নাইয়ের জার্সি গায়ে ধোনি কেমন খেলবেন তার উপরে নির্ভর করবে ধোনির ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করার সম্ভাবনা। কিন্ত করোনা ভাইরাসের কারনে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। এমন পরিস্থিতি অক্টোবর মাসে শুরু হতে চলা টিটিয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলে ধোনির কামব্যাক করা খুব কঠিন বলে মনে করছেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।
এই পরিস্থিতিতে আজাহার বলছেন ধোনি একজন খুব বড় মাপের ক্রিকেটার কিন্তু দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেটে নামতে গেলে যেকোনো ক্রিকেটার কে ম্যাচ প্র্যাকটিস করতে হয় তা সে যত বড়ই ক্রিকেটার হোক না কেন। সেই কারণে আজাহার জানিয়েছেন নির্বাচকরা ধোনির পারফরম্যান্স দেখে তবেই তাকে দলে নেবে।