ইলিশ মাছের মাথা দিয়ে এইভাবে রান্না করুন কচুর শাক, মুখে লেগে থাকবে স্বাদ

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাংলায় প্রবেশ করেছে বর্ষা (Monsoon)। আর তার সঙ্গে সঙ্গেই ভোজনরসিক বাঙালির মন ব্যাকুল হয়ে উঠেছে ইলিশের (Ilish) জন্য। যদিও এখন বছর ভরই প্রায় ইলিশ পাওয়া যায়, কিন্তু বর্ষায় মাছের যা স্বাদ তা অন্য সময় পাওয়া সম্ভবই নয়।

বাঙালি মানেই মাছ ভাত বিশেষ প্রিয়। আর তা যদি হয় ইলিশ তাহলে তো কথাই নেই। সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, বেগুন কালোজিরে দিয়ে ঝোলের মতো নানান জিভে জল আনা পদ রয়েছে মাছের রানীর। তবে আজ এই প্রতিবেদনে থাকছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার রেসিপি।

ilish

উপকরণ:

১. ইলিশ মাছ, কচুর শাক

২. নুন, হলুদ গুঁড়ো

৩. বেগুন, রসুন

৪. তেজপাতা, কালোজিরে, শুকনো লঙ্কা

প্রণালী:

১. ইলিশ মাছের মাথা ভাল করে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখুন।

২. অন্যদিকে একটি কড়াইতে টুকরো করে কেটে রাখা কচুর শাকগুলো সেদ্ধ করে নিন নুন, হলুদ দিয়ে।

kochu

৩. কড়াইতে সর্ষের তেল গরম করে ভেজে নিন নুন হলুদ মাখানো বেগুন। ওই একই তেলে ভেজে ফেলুন মাছের মাথা।

ilish mach

৪. এবার তেলে ফোরন দিন কালোজিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। সামান্য নেড়ে দিয়ে দিন রসুন কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন সেদ্ধ করে রাখা কচুর শাক।

kochur shak

৫. ভাল করে নেড়েচেড়ে দিয়ে দিন চেরা কাঁচালঙ্কা। এবার পালা ভেজে রাখা ইলিশ মাছের মাথার। সবটা ভাল করে নেড়ে মিশিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।

Niranjana Nag

সম্পর্কিত খবর