শনিবার করে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র, শনিদেবের সদা সুদৃষ্টি বিরাজ করবে আপনার উপর

বাংলাহান্ট ডেস্কঃ ছায়া এবং সূর্য পুত্র শনিকে (Shani dev) সকল মর্ত্যবাসী ভয় পেয়ে চলেন। শনির রোষানল থেকে বাঁচার জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করেন। তবে ধারণা করা হয়, কোন ব্যক্তির উপর শনির দৃষ্টি পড়লে, তা সহজে ছেড়ে যায় না। ব্যক্তির কর্মফলেই তাঁকে, শাস্তি ভোগ করতে হয়। আবার কোন ব্যক্তির উপর যদি তাঁর কৃপা দৃষ্টি পড়ে, তাহলে সেই ব্যক্তিকে আর পিছু ফিরে তাকাতে হয় না। তাঁর জীবন সুখ, সমৃদ্ধিতে ভরে ওঠে।

astro tips 2

শনিদেবতাকে সকলে এই গ্রহরাজ রুষ্ট দেবতাকেও কিন্তু বিভিন্ন উপায়ে সন্তুষ্ট করা যায়। তাই বড় ঠাকুরের পূজার জন্য শনিবার দিনটি বেছে নেওয়া হয়। বহু হিন্দু নারী সারাদিন দিন উপোষ থেকে সন্ধ্যের সময় পরিবারের মঙ্গল কামনায় মন্দিরে গিয়ে শনিদেবের পূজা করেন।

‘আম প্রাণ প্রেম প্রন সে শনিশ্চরায় নমহঃ’– প্রতি শনিবার সকালে স্নানের সময় সূর্যের দিকে তাকিয়ে এই মন্ত্র উচ্চারণ করলে, মানুষের মধ্যে শুভ শক্তির বিকাশ ঘটে।

shanidev mantra

‘আম শনিশ্চারায় ভিদমাহে ছায়াপুত্রায়া ধিমাহে তানো মান্দঃ প্রাচোদায়াত‘ – মন্ত্রটি প্রতি শনিবার স্নানের পর ১০৮ বার উচ্চারণ করলে, ব্যক্তির জীবনে অনেক মঙ্গল হয় এবং ব্যক্তির আর্থিক দিক থেকেও অনেক সমৃদ্ধি লাভ হয়।

এরপর পাঠ করুন ‘ওম শাম শানিশ্চারায় নমহঃ’ – এই মন্ত্রটি। তাহলে ব্যক্তির জীবনে শুভ সময় শীঘ্রই আসন্ন।

‘শাজায়াম চ ভার্তিশানইয়াকতাম ভাহানিনা ইয়াজিতাম মায়া দীপাম গ্রিহান দেবাশন ত্রিলোকিয়া তিমিরা পাহাম!’– শনিবার সন্ধ্যাবেলা বড় ঠাকুরের সামনে প্রদীপ জালিয়ে ১০৮ বার এই মন্ত্রটি পাঠ করলে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

yfg 5deb25ad8dccd

এসবের পাশাপাশি প্রতি শনিবার করে ‘ওম ত্রয়ম্বকম ইজামাহে সুগন্ধম পুষ্টি-বার্ধানাম উর্বারুকা মিভা বন্ধনাম মৃত্যুর মুকশো মামরাত’ – এই মন্ত্রটি যেকোনো সময়ে ১০৮ বার জপ করেল, শনির সু-দৃষ্টি পড়বে আপনার উপর। এবং আপনার জীবনে কখনও সুখ সমৃদ্ধির কমতি হবে না।


Smita Hari

সম্পর্কিত খবর