বাংলাআন্ট ডেস্কঃ উৎসবের মরশুমে দ্বিগুণ হল খুশি। মুখে হাসি ফুটল ব্যবসায়ীদের। গত ১০ বছরের রেকর্ড ভেঙে দিল এবছরের দিওয়ালি (Diwali), এমনটাই জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT)। এই দীপাবলিতেই শুধুমাত্র ব্যবসা হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকার।
দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। আর উৎসবের মরশুমে প্রাণখোলা হাসি হাসছেন ব্যবসায়ীরা। চলতি মরশুমে শুধুমাত্র দীপাবলিতেই তৈরি হল নতুন রেকর্ড। ছাপিয়ে গেল গত ১০ বছরের ব্যবসাকেও। যার ফলে এই উৎসবের মরশুমে খুশি দ্বিগুণ হয়ে গেল ব্যবসায়ীদের কাছে।
এবারের দীপাবলিতে মোট ব্যবসা হয়েছে ১.২৫ লক্ষ কোটি টাকার, এমনটা জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় ৭ কোটি ব্যবসায়ী। দীপাবলির এই ব্যবসায় বেশ খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে ব্যবসায়ী মহলে।
মাটির প্রদীপ, কাগজের লণ্ঠন, মোমবাতি, ঘর সাজানোর সরঞ্জাম, মিষ্টি, কাপড়, জুতো, ঘড়ি, খেলনা এমনকি প্রায় ৯ হাজার কোটি টাকার সোনা রূপো বিক্রি হয়েছে এই দীপাবলির মরশুমে। CAIT-র জাতীয় সভাপতি বিসি ভরতিয়া জানিয়েছেন, এই সময় ১.২৫ লক্ষ কোটির ব্যবসার মধ্যে শুধুমাত্র দিল্লীতেই বিকিকিনি হয়েছে ২৫ হাজার কোটি টাকার। চীনা সামগ্রী বয়কট করে, দেশীয় জিনিসই বেশি বিক্রি হয়েছে। প্রায় ৫০ হাজার কোটি টাকা ক্ষতির মুখে চীন।
গত বছর করোনা আবহে পুজোর আনন্দ কিছুটা ফিকে পড়েছিল। সেই কারণে ব্যবসায় তেমন সাফল্য মেলেনি গতবছর। তবে এবার সেই পরিস্থিতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যার ফলে বিরাট লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা। আবার আগামী ১৪ ই নভেম্বর থেকেই বিয়ের মরশুম শুরু হওয়ার আগেই, পুরোদমে উৎসাহ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে বছর শেষে ৩ লক্ষ কোটির অঙ্ক ছাড়িয়ে যাবে বিকিকিনি।