বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতীয় অর্থনীতি (Indian Economy) বিশ্বের শ্রেষ্ঠ অর্থনীতির তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। যা নিঃসন্দেহে এক বিরাট রেকর্ড। তবে, সেই রেকর্ডকেই পাশে রেখে এবার আরও একটি অবাক করা তথ্য সামনে এসেছে। সম্প্রতি, সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত বছরের তুলনায় সেপ্টেম্বরে ভারতের পণ্যদ্রব্য রপ্তানি ৪.৮২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫.৪৫ বিলিয়ন ডলার হয়েছে। এছাড়াও, মোট আমদানি ৮.৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.৬১ বিলিয়ন ডলারে।
পাশাপাশি, প্রকাশিত তথ্যে বলা হয়েছে যে, ভারতের বাণিজ্যিক ঘাটতি চলতি বছরের সেপ্টেম্বরে ২৫.৭১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা ২০২১ সালের সেপ্টেম্বরে ২২.৪৭ বিলিয়ন ডলার ছিল। এদিকে, ভারতের আমদানি ও রপ্তানি বৃদ্ধির পরিমান ঠিক সেই সময়ে ঘটেছে যখন বিশ্বজুড়ে একটি মন্দার আবহ তৈরি হয়েছে।
রপ্তানি বাড়তে পারে ২১ শতাংশ: ভারতের মোট রপ্তানি (পণ্য ও পরিষেবা) এই আর্থিক বছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২২) ৩৮২.৩১ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে বলে অনুমান করা হয়েছিল। পাশাপাশি, গত বছরের এই সময়ের তুলনায় তা একলাফে ২১.০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, অনুমান অনুযায়ী, চলতি অর্থ বছরের প্রথমার্ধে মোট আমদানি ৪৬৯.৪৭ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে। যা গত বছরের এই সময়ের তুলনায় ৩৭.৭৭ শতাংশ বেশি।
বাণিজ্যিক ঘাটতিতে বড়সড় পার্থক্য: সরকারের প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের এপ্রিল-সেপ্টেম্বরের মধ্যে সামগ্রিকভাবে বাণিজ্যিক ঘাটতি ৯৪.৬৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪৮.৪৬ বিলিয়ন ডলার হওয়ার অনুমান করা হয়েছে। যা ২০২১-এর এপ্রিল-সেপ্টেম্বর মাসের মধ্যে ৭৬.২৫ বিলিয়ন ডলার ছিল।
দ্রুত হারে এগোচ্ছে ভারতীয় অর্থনীতি: সামগ্রিকভাবে একাধিক পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দার আবহেই ভারতীয় অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। সরকারের প্রকাশিত জিডিপি তথ্য অনুসারে, ভারতীয় অর্থনীতি এই আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ১৩.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, RBI-এর সাম্প্রতিক অনুমান অনুসারে, চলতি আর্থিক বছরে ভারতের জিডিপি ৭.০০ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে।