বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কাজের সুযোগ মিলবে কেন্দ্রের রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায়। দিনকয়েক আগেই রাইটস লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে একটি নিয়োগ (Recruitment) বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে যে, চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। কাজের সুযোগ পাবেন ইঞ্জিনিয়াররা।
কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি জারি
সূত্রের খবর, আবেদনকারীদেরকে নিয়োগ করা হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য। মোট ৪০ টি পদে লোক নেওয়া হবে। চুক্তিভিত্তিক এই পদগুলিতে প্রথমে এক বছরের জন্য লোক নেওয়া হলেও পরে অবশ্য সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের দক্ষতার উপর নির্ভর করে বৃদ্ধি পেতে পারে কাজের মেয়াদ। দেশের যেকোনো প্রান্তেই হতে পারে পোস্টিং।
আরোও পড়ুন : ফের লাফিয়ে এগোলো গল্প, বদলে গেল নায়িকা! ১০০০ পর্বের মুখে এসে “বিরাট” পরিবর্তন জলসার মেগায়
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের সর্বাধিক বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। বিশেষ ছাড় থাকবে সংরক্ষিতদের জন্য। নিযুক্তদের পারিশ্রমিক হিসেবে মাস গেলে হাতে পাবেন ২৯,৭৩৫ টাকা। সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা এবং নথি যাচাইকরণের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ (Recruitment) করা হবে।
আরোও পড়ুন : জোড়া ভিলেনেই লুকিয়ে “বিপদ”! TRP নামতেই এবার “তোলপাড়” করা পর্ব আনছে ‘কথা’
ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এই প্রসঙ্গে আবেদনকারীদের একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজন মেকানিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। পাশাপাশি, দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকাও বাধ্যতামূলক।
কলকাতা সহ দেশের আরো চারটি জায়গায় লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ হিসেবে ধার্য করা হয়েছে ২৩ মার্চ। আগ্রহীদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পূরণ করে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ১০০ এবং ৩০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ১১ মার্চ।